আমাদের কথা খুঁজে নিন

   

ইএফএলবিডি সম্মাননা : কাউন্টডাউন-৬ দিন

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

ইএফএলবিডি সম্মাননা-একটি ঘোষণা (এক) সৃজনশীল লেখাকে উৎসাহদানের নিমিত্তে ইএফএলবিডি সম্মাননা ঘোষণা-দয়া করে সবাই একবার চোখ বোলান ইএফএলবিডি সম্মাননা- একটি ঘোষণা (এক) এমপ্লয়মেন্ট ফোকাসড লারনিং বাংলাদেশ 'সৃজনশীল লেখক সম্মাননা' প্রদানের নিমিত্তে একটি উদ্যোগ গ্রহণ করেছে। সৃজনশীল লেখাকে উৎসাহ এবং সমর্থন দিয়ে এ পর্যন্ত যাঁরা অ্যাড্রেসে লিংক জমা দিয়েছেন প্রত্যেকের কাছে ধন্যবাদ জানিয়ে ফিরতি মেইল পাঠানো হয়েছে। আমরা জানি অনেক সৃজনশীল লেখক আছেন নিরবে থাকতে পছন্দ করেন।

আমরা সেই লেখকদের স্বীকৃতি দিতে চাই। অনেক ব্লগার উদার মন নিয়ে এরকম ব্লগের লিংক দিয়েছেন। আপনাদের আন্তরিক ধন্যবাদ। আমাদের শ্রমকে স্বার্থক করে তোলার জন্য আপনারা সেই সৃজনশীল নিরব ব্লগারদের লিংক দিন। নিদেনপক্ষে নাম দিন।

আমরা খুঁজে নেবো। আর লিংক প্রদান সংক্রান্ত যে কোন যোগাযোগের জন্য এই অ্যাড্রেসটি ব্যবহার করুন। তাতে মূল্যায়ন প্যানেলের সুবিধা হবে। অনেকে আমার ব্লগে লিংক দিচ্ছেন। সাথে সাথে মেইল অ্যাড্রেসেও একটি লিংক পাঠান।

আমরা প্রথমেই ঘোষণায় জানিয়েছিলাম ১৪ অক্টোবর পর্যন্ত লেখা জমা নেবো। ১৪ নভেম্বর আমরা সম্মাননার বিস্তারিত জানাবো। ইএফএলবিডি'র দক্ষ কর্মীরা নিরলস কাজ করে যাচ্ছে। আজ ৯ অক্টোবর। সুতরাং হাতে আছে মাত্র ৬ দিন।

অনেক সময় কোন ভালো লেখা নানান সমস্যার কারণে চোখ এড়িয়ে যেতে পারে। এজন্য আপনারা সৃজনশীল লেখার লিংক পাঠিয়ে আমাদের সহায়তা করুন। সৃজনশীল লেখাকে সমর্থন জানিয়ে আপনি যে কোন বিষয় নিয়ে লিখুন এবং আমাদের কাছে পাঠান। এখন থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি থাকবে। চীফ কনসালট্যান্ট ইএফএলবিডি লি: http://www.eflbd.org


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।