আমাদের কথা খুঁজে নিন

   

সৃজনশীল লেখাকে উৎসাহদানের নিমিত্তে ইএফএলবিডি সম্মাননা-দয়া করে সবাই পড়ুন।

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

সা.ইন ব্লগ একটি জনপ্রিয় এবং প্রাচীন ব্লগ। প্রায় শুরু থেকেই ব্লগের সাথে জড়িয়ে আছি। দীর্ঘদিন ধরেই লিখছি।

আমার একান্ত মনের ভাবনাগুলো লিখছি। অনেকেই লিখছে। যে যে বিষয়ে এক্সপার্ট সে সেই বিষয়ে লিখছে। কবিরা কবিতা লিখছে। গল্পকাররা গল্প লিখছে।

ঔপন্যাসিকরা উপন্যাস লিখছে। কেউ ব্লগকে তাদের নিত্যদিনের ঘটনাবলি সাজিয়ে রাখার ডাইরী হিসেবে নিয়েছে। কেউবা মনের কথাগুলোকে সাজিয়ে রাখার তাগিদে লিখছে। সত্যি বলতে কি ব্লগ লিখার আনন্দটাই অন্যরকম। আপনি পত্রিকায় লিখে তাৎক্ষণিক কোন ফিডব্যাক পাবেন না।

কিন্তু ব্লগে লিখে তাৎক্ষণিক দু'চারজনের মন্তব্য পাবেন। আর লেখাটা ভালো হলে দিকনির্দেশনামূলক মূল্যবান অনেক মন্তব্য পাবেন। সা.ইন. ব্লগে অনেক লেখক আছেন যাঁদের লেখা একজন পরিণত বুদ্ধিজীবীর লেখাকেও হার মানায়। বুদ্ধিজীবীরা পত্রিকায় লিখে মাস শেষে একটা মাসোহারা পান। কিন্তু ব্লগাররা পান না।

ব্লগে মানসম্মত লেখা আনার জন্য চাই সুস্থ প্রতিযোগিতা। প্রতিদিন কমপক্ষে ৫টি/১০টি নির্বাচিত লেখাকে সম্মানী দিলে বোধহয় লেখা নিয়ে সুস্থ প্রতিযোগিতা হতো। ব্লগে আরও বিজ্ঞাপন কিংবা স্পন্সর যোগাড় করে লেখকদের সম্মানীর ব্যবস্থা করা যায়। সা.ইন. ব্লগের সম্মতি নিয়ে অন্য কোন প্রতিষ্ঠান বা সংস্থা এগিয়ে আসতে পারে। একটি বেতনভূক প্যানেল থাকতে পারে যারা প্রতিদিন মানসম্মত লেখাগুলোকে নির্বাচন করবেন।

এই প্রক্রিয়াটি সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনায় হতে পারে। প্রতিদিন মানসম্মত লেখা বাছাই করে লেখকদের সাথে পার্সোনাল মেসেজ/ই-মেইলের সাহায্যে যোগাযোগ করা যেতে পারে। আপনারা সম্মত থাকলে একটি নীতিমালা প্রস্তুত করে সবার মতামত নেওয়া যেতে পারে। এই নীতিমালায় সমস্ত কিছু বর্ণিত থাকবে। বাংলা ভাষায় অনলাইনে লেখালেখি দিনদিন যেভাবে জনপ্রিয়তা পাচ্ছে তা অচিরেই পত্রিকার স্থান দখল করে নেবে।

আজকাল সামান্য দামের মোবাইলেও ইন্টারনেট ব্রাউজ করা যায়। এই জনপ্রিয়তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে ইএফএলবিডি কাজ করে যাচ্ছে। আপনারা যাঁরা দেশের মঙ্গলের জন্য নিরন্তর ব্লগে বলে যাচ্ছেন এই কথাগুলোকে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে না দিতে পারলে তা বিফলে যাবে। আমরা এই প্রচেষ্টাটিকে সংগঠিতভাবে হাতে নিয়েছি। ইএফএলবিডি আপনাদের কাজগুলোকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চায় শিক্ষাপ্রতিষ্ঠানের সহায়তায়।

ওয়েবসাইটটির জন্য বিজ্ঞাপন/স্পন্সর জোগাড় করে দিয়ে আমাদের এই মহৎ উদ্যোগের সাথে যুক্ত থাকুন। এই ব্লগে এমন অনেক সৃজনশীল মানুষ আছেন যাঁদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশের অনেক উন্নয়ন সম্ভব হবে। অসম্ভব মেধাবী এই ব্লগারদের সৃষ্টিগুলোকে একত্র করার প্রয়াসে এমপ্লয়মেন্ট ফোকাসড লারনিং বাংলাদেশ একটি উদ্যোগ নিয়েছে। ইএফএলবিডি প্রাথমিক অবস্থায় মাসে ১০ জন ব্লগারকে সম্মানী প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আপনার এমন কিছু মূল্যবান লেখার লিংক পাঠিয়ে দিন এই অ্যাড্রেসে।

তারপর আমরাই আপনাকে খুঁজে নেবো। শর্তসমূহ- প্রাথমিক অবস্থায় লেখকদের লেখার লিংক নিজেদেরকেই দিতে হবে। এক বা একাধিক লেখা হতে পারে। যে কোন পুরাতন লেখাও হতে পারে। সা.ইন. ব্লগ ছাড়াও জনপ্রিয় অন্য কোন ব্লগে প্রকাশিত লেখাও হতে পারে।

ইএফএলবিডি'র মূল্যায়ন প্যানেল মূ্ল্যায়ন পূর্বক লেখা মনোনীত করবে। নীতিমালার আলোকে প্যানেলের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে। আগামী ১৪ অক্টোবর, ২০০৯ লেখার লিংক জমা দেওয়ার শেষ তারিখ। আগামী ১৪ নভেম্বর, ২০০৯ পূর্বের মাসের পুরস্কার ঘোষণা করা হবে এবং পার্সোনাল মেসেজে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সম্মানী প্রাপ্ত লেখকদের সাথে ইএফএলবিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পর্ষদ যে কোন যোগাযোগ স্থাপনের অধিকার রাখে।

স্পন্সর আবশ্যক ব্লগার বন্ধুদের মধ্যে অনেকেই আছেন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে জানাশুনা। আমরা ভাল স্পন্সর কিংবা বিজ্ঞাপন পেলে অধিক মানসম্মত লেখক কিংবা উদ্যোক্তাকে উৎসাহিত করতে পারবো। মনে করুন একজন নবীন লেখক প্রয়োজনীয় সহযোগিতা কিংবা অর্থের অভাবে বই প্রকাশ করতে পারছে না। ইএফএলবিডি পাবলিকেশন শর্তসাপেক্ষে এই নবীন লেখকের বই ছাপিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক সংগঠিত প্রচারের ব্যবস্থাও করতে পারে। এমপ্লয়মেন্ট ফোকাসড লারনিং বাংলাদেশ সম্পর্কে জানতে ভিজিট করুন- ইএফএলবিডি অনলাইন ভিত্তিক যোগাযোগ ব্যবস্থাপনাকে উৎসাহিত করার জন্য সমস্ত যোগাযোগ এর মাধ্যমে সম্পন্ন হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।