আমাদের কথা খুঁজে নিন

   

অভিমানী শীত

কবিতার ছেলে।

তোমার জন্য যত অভিমান জেগে উঠে এ হৃদয়ের আয়নায় তোমার জন্য যত ভালবাসা প্রকম্পিত হয় সারাক্ষন ধরে একটু একটু করে খসে যায় বিষন্বতার ইটগুলো আবেগী শীত আসে আবার সে চলে যায় রেখে যায় সাদা কাথায় মোড়ানো দূরালাপনীর কিছু কথা রেখে যায় সুর্য উঠা ভোর শিশিরসিক্ত সবুজ ঘাসের উপর তোমার পায়ের চিহ্ন। চিতাই পিঠের স্বাধ পাবার আগেই তুমি মিশে যাও গোঁধুলীর বুকে ছিন্ন করে রক্তাক্ত কর অন্য কারো বুক। আবার শীতের প্রকোপে সাড়া দাও আগুনের তাপে বিহ্বলীত মনে - প্রানে গাথো সান্তনার মালা এ মালা ছড়ায় শুধু স্বপ্নের গন্ধ গন্ধ ছড়ায় সারাক্ষণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।