আমাদের কথা খুঁজে নিন

   

অভিমানী

স্বপ্ন দেখতে স্বপ্ন দেখাতে মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে কাজ করছি। কাউকে মিসগাইড করবেননা।

লিখতে চেয়েছিলাম কিছু তোমায় নিয়ে,কলম নিলে কেড়ে তুমি চোখ রাঙ্গিয়ে
বলতে গেলাম যেই না কথা মুখ উচিয়ে, ইশারাতে দিলে তুমি চুপ করিয়ে
বুঝতে গেলাম ভাষা তব একটু হেসে, হাতটি ধরে ইশারাতে ভালবেসে
এমন কেন করছ তুমি কি হয়েছে,
তোমার বোবা চোখের ভাষা, বুঝতে গিয়ে হারিয়ে গেল আশা
তক্তপোষে বসে
বালিশেতে মুখ লাগিয়ে কাঁদলে তুমি শেষে।
কাগজ কলম দিলাম এনে, দাওনা লিখে মনের কোণে
কোন মেঘে তোর দু’চোখ থেকে বৃষ্টি ঝরিয়েছে।
হাতে পায়ে ধরে, হার মানিয়ে তোরে
শুনিয়ে একটি গান, অবশেষে ভেঙ্গে দিলাম তোমার অভিমান
অবশেষে ইশারাতে দেখিয়ে দিলে আকাশেতে, আজকে দেখো পূর্ণিমারই চাঁদ যে ঊঠেছে
আজ সারাটি রাত থাকব দু’জন কুসুম বাগে বসে
গান শুনাবে তুমি,
বাতাসেতে বাজবে সে সুর লাগবে তখন আরো মধুর
যুগ যুগ হতে যুগ কেটে যাবে তোমায় ভালবেসে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।