আমাদের কথা খুঁজে নিন

   

ঢংঙ্গী পোস্ট-৫(ভার্চুয়ালি জেন্ডার বদল)

*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*

ইদানিং কেন জানি যেকোন কিছুতেই বিরক্তি প্রকাশ করি। আগে কারো উপর বিরক্ত হলেও হাসি হাসি মুখ করে এমন ভান করতাম যেন কিছুই মনে করছিনা।এখন আর ভান তো করি-ই না ,বিরক্তিটা বুঝাতে পারলেই শান্তি লাগে। মা সবসময় বোঝায় .....আজ সকালে ও যখন কোন কারণে বিরক্তিতে কপালে তিন ভাজ ফেলে বসে আছি তখনো বলছে "মেয়েদের আরো ধের্য্য ধরতে হয় আরো সহনশীল হতে হয়, বিরক্তি লাগলেও স্বাভাবিক থাকতে হয়".......জানতে চাইলাম"দুনিয়ার সব ভালো যখন মেয়েদের মধ্যেই থাকতে হয়,তাহলে ছেলেরা কি করবে".........দুনিয়ার গতানুগতিক সব মায়েদের মত আমার মা-ও বললো"তারা তো ছেলে মানুষ"........আবারো চরম বিরক্তি নিয়ে বলেই ফেললাম"আমার তাহলে ছেলে হয়ে জন্মানোই ভালো ছিলো,অন্তত শান্তিমতন তো রাগ,ক্ষোভ,বিরক্তি প্রকাশ করতে পারতাম"। রিয়েল লাইফে তো আর ম্যাজিকের মত নিমিষেই ছেলে হতে পারবো না....ভার্চুয়াল লাইফেই ছেলে প্রো-পিক লাগিয়ে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে মনের বিরক্তি কমানোর অপচেষ্টা করলাম .......... ............... .......... ......... ............... ......... ছবি কৃতজ্ঞতা:- ব্লগের বিশিষ্ট মুরুব্বী সাইফুরকে (উনার উপর তো চরম বিরক্ত....প্রথমে উনি ছেলে জেরীকে টোকাই জেরীর মতন করে বানিয়ে দিয়েছিলেন......ভার্চুয়াল চরিত্র বলে কি মনে কোন সাধ-আহলাদ নেই নাকি ......!!!!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।