আমাদের কথা খুঁজে নিন

   

ঢংঙ্গী পোস্ট-৪( ইমো সপ্তাহ পালন )

*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*

মানুষের সাথে কথা বলার নানা ঝামেলা.....কম কথা বললে ভাবে ভাব দেখাই নয়তো বেশী কনজারভেটিভ আবার বেশী কথা বললে ও ক্যাচাল হয় যার দরুন কয়দিন পর এড়িয়ে চলে.......কথা বলার ক্ষেত্রে মাঝামাঝি কেন জানি থাকা যায় না। আমাদের স্কুলের একটিচার সবসময় ক্লাশে বেশী কথা বলার জন্য আমাদের শাস্তিতো দিতোই সাথে সাথে আর বলতো "মানুষের মুখ হলো তার সবচেয়ে বড় শত্রু,আর মুখের কথা হলো বুলেটের মতন.....যা একবার মুখ থেকে বের হয়ে গেলে আর ফিরিয়ে আনা যায় না আর বেশী কথার ফলে আমরা আশে-পাশের লোকদের উপকারের চেয়ে বেশী অপকারই করে থাকি".......এতদিন পরে টিচারের কথার সত্যতা উপলব্ধি করতে পারছি। ব্লগে ও এটা দেখলাম যে কেউ হালকা মজা করে কোন কমেন্টস করলো সেটা থেকে বিরাট ক্যাঁচালের সৃষ্টি.....সেই ক্যাঁচালে অনেকসময় চরিত্র নিয়ে ও টানাটানি শুরু হয়ে যায়.....তাই হু,হুমমম,ভালো,আচ্ছা,ঠিকাচ্ছে,কিংবা ইমো দিয়ে ছোট করে কমেন্টস করলে নিজে ও সুশীল থাকি আর ক্যাঁচাল হতে ১০০ হাত দূরে থাকা যায়.......আফসোস,বাস্তবে ও যদি এমন করে চলা যেত তাহলে জীবনটা আরো সুন্দর হতো। "আরো বেশী করে সুশীল থাকি,নিজের ভালো নিজে বুঝি আর কারো সাতে-পাঁচে না থাকি"......এই নীতিতে চলতে হলে কম কথা বলাটাই ভালো........তাই ব্লগে নিজেই নিজের জন্য এই সপ্তাহটা ইমো সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছি......আর বাস্তবে জীবনে তো অনেক আগে থেকেই হু,হা আর মাথা নেড়ে অল্পতেই জবাব দেওয়া শিখে গেছি ...... ...................................................... (ইমো সপ্তাহ পালনের ধারাবাহিকতায় এই পোস্টের কমেন্টসের রিপ্লাই খালি ইমো দিয়ে দিবো)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।