আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশি চ্যানেলগুলোর এই দশা কেন?

কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম

যখন শুধুমাত্র একটি বাংলাদেশি চ্যানেল বিটিভি ছিল তখন সন্ধ্যার পর প্রতিদিন নিয়ম করে টিভি দেখা হত। সপ্তাহে কোনদিন এক পর্বের নাটক, কোনদিন ধারাবাহিক নাটক, কোনদিন ইংরেজি সিরিয়াল, কোনদিন ম্যাগাজিন অনুষ্ঠান সব জানা থাকত। প্রতিদিন ২-৩ ঘন্টা টিভির সামনে বসে যথেষ্ট আগ্রহ নিয়ে অনুষ্ঠান দেখা হত। বিদেশী চ্যানেল বলতে ইংরেজি মুভি চ্যানেল, ডকুমেন্টরি চ্যানেল এবং স্পোর্টস চ্যানেল দেখা হত। তারপর এল প্রথম বাংলাদেশি স্যাটলাইট চ্যানেল এটিএন বাংলা।

তারপর চ্যানেল আই এবং তারপর টেরিস্টিরিয়াল সম্প্রচার সুবিধা নিয়ে একুশে টিভি। একুশে টিভির অনুষ্ঠানের মান অন্য সব বাংলাদেশি চ্যানেলের থেকে উন্নত ছিল। যার ফলে বিটিভির নেশা কেটে গিয়ে একুশে টিভিতে থিতু হলাম। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের ফলে একুশে টিভির মত একটি জনপ্রিয় চ্যানেল বন্ধ করে দিল তৎকালীন বিএনপি সরকার। সেইসময় বাংলাদেশি চ্যানেল থেকে দৃষ্টি সরিয়ে বিদেশি চ্যানেলের দিকে ঝুঁকে গেলাম।

বিএনপি সরকারের সময় এনটিভি, আরটিভি, চ্যানেল ওয়ান, বৈশাখী টিভি, বাংলাভিশন এবং আরো কয়েকটি বাংলাদেশি যাত্রা শুরু করে। কিন্তু এদের মধ্যে একমাত্র এনটিভি কিছুটা দর্শকপ্রিয়তা লাভ করলেও অন্য চ্যানেলগুলোর অবস্থা তথৈবচ। যতই দিন যাচ্ছে ততই প্রতিটি বাংলাদেশি চ্যানেলের অনুষ্ঠানে মান নিচের দিকে নেমে যাচ্ছে। এখন টিভি অন করলেই বাংলাদেশি চ্যানেলগুলোতে দেখা যায় বিভিন্ন বিদেশি চ্যানেলের অনুকরণে রিয়েলিটি শো, টক শো, লাইভ শো ইত্যাদি আর ঘন্টায় ঘন্টায় ঘন্টাব্যাপী সংবাদ। মানসম্মত নাটক, বিনোদনমূলক অনুষ্ঠান খুঁজে পাওয়া কঠিন।

প্রতিটি চ্যানেল কোয়ানটিটি আর ভেরিয়েশনের পিছনে ছুটতে গিয়ে কোয়ালিটি খুইয়ে বসে আছে। এটিএন বাংলা আজীবন ক্ষ্যাত চ্যানেল। চ্যানেল মালিকের বউয়ের বেসুরো গান নিয়মিত প্রচার করা এবং রাজনৈতিক পট পরিবর্তনের সাথে নীতি বদলানো এই চ্যানলের সবচেয়ে বিরক্তিকর দিক। চ্যানেল আই অনুষ্ঠানে বৈচিত্র্য আনতে গিয়ে জগাখিচুড়ি পাকিয়ে বসে আছে। এই চ্যানেলে বাহ্যিক আড়ম্বর অনেক বেশি দৃষ্টিকটু।

সবচেয়ে বিরক্ত লাগে অপ্রয়োজনীয় ঘটনাগুলোও (শোলাকিয়া ময়দানের ঈদের জামাত ইত্যাদি) সরাসরি সম্প্রচার করে এরা অযথাই দর্শক টানতে চায়। এনটিভি অল্প কিছু মানসম্পন্ন অনুষ্ঠান প্রচার করলেও বিজ্ঞাপনের আধিক্য এবং নাকউচুঁ 'সুশীল ভাব' ভাল লাগে না। একুশে টিভির অবস্থা এক কথায় 'নিজেরে হারায়ে খুঁজি'। বাকি চ্যানেলগুলো সম্পর্কে বলার মত কিছু পাচ্ছি না। ঈদ উপলক্ষে চ্যানেলগুলো বিভিন্ন অনুষ্ঠানের ট্রেলার যতটা আকর্ষনীয়ভাবে প্রচার করে, বাস্তবে তার ছিটেফোঁটাও দেখা যায় না।

আরও নাকি ১০-১২টি নতুন চ্যানেল আসছে। এদের তথা বাংলাদেশি চ্যানেলের ভবিষ্যত কী কে জানে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.