আমাদের কথা খুঁজে নিন

   

.............তোমায় হলো না শেখা.............

কালের স্রোত

আর কত গান গাইব প্রিয় আর গীত লিখবো? আর কতবার খুঁজবো তোমারে আর কত তবে শিখবো? তুমি আছো তাই তোমাতে আমি আমারে খুঁজে পাই তুমি আছো তাই তোমার পথে নিজে নিজে চলে যাই॥ তোমার ঠোঁটে হাজারো প্রশ্ন তবু তোমার বুকেতে আমি, তোমার চোখের কাজলে কাজলে আঁধার আসিল নামি॥ সেই আঁধারে তোমারেই দেখি যেদিকে আমি চাই, আমার পথের প্রতি মোড়ে আমি তোমারেই শুধু পাই॥ তবু অভিমান হৃদয়ে আমার আছে কপালে হয়তো লেখা হাজার হাজার তব সাথে তবু তোমারে হলো না দেখা॥ দীপন নন্দী ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০০৯, ৭ অগ্রহায়ণ ১৪১৬, ৩ জিলহজ ১৪৩০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।