আমাদের কথা খুঁজে নিন

   

ফ্লাট জমির দাম কমতেছে, শুভ লক্ষণ



গত মাস থেকে লক্ষ্য করা যাইতেছে যে, ফ্লাট ও জমির দাম একটু একটু কইরা কমতেছে ঢাকা শহরে। এই সরকার আসার পর থেকে পাগলা ঘুড়ার মতন দাম বাড়া শুরু হইছিল। গত ১০ মাসে গড়ে প্রায় দ্বিগুন হইছে। আমাদের মধ্যবিত্তের ফ্লাট জমির আশা শেষ। এখন নাকি ফ্লাটের অবস্থা এমন হইছে যে আর ক্রেতা পাওয়া যাইতেছে না।

ডেভেলপার ফার্মের এক বন্ধু এমনই কইল। এখন তারা ডিসকাউন্ট দিতেছে, ঢাকা ব্যাংকক টিকেট পারলে ফ্রী দিতেছে। এই অকটোবর থেকে দাম একটু কমতির দিকে কারন চাহিদা কম। মিরপুর শেওড়াপাড়ায় ২২০০ টাকা স্কয়ার ফুটেও এখন ফ্লাট পাওয়া যাইতেছে। উত্তরাতে ৩০০০ এর মত।

অন্যান্য জায়গায় গড়ে ১৫% এর মত প্রকৃত দাম কমেছে। আমাদের সমস্যা হইতেছে একবার বাড়লে কোন কিছুর দাম আর কমতে চায় না। ইচ্ছা থাকলেও অনেকে কমাইতে লজ্জা পায় মনে হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।