আমাদের কথা খুঁজে নিন

   

কিশোর কুমারের গানঃ আমার পুজার ফুল

অকাট মূর্খ যাকে বলে আমি তাই।সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা।পোড়া কপাল!!
আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে তুমি যেন ভুল বুঝোনা মালা গেঁথে রেখেছি পরাবো তোমায় তুমি যেন ছিঁড়ে ফেলোনা।। যে কথা যায়না বলা শুধু বোঝা যায় মনের গভীরে শুধু আলো হয়ে রয়ে যায় সে রঙিন আলোর দীপ কোনদিনও নিভে যাবেনা।। জানিনা কেমন করে কি দেবো তোমায় মন ছাড়া আর কিছু নেইতো আমার সুখের শাওন যদি মেঘ নিয়ে আসে ভিজে যাবো অঙ্গনে তোমার বরষায় বসে বিজলীর আগুনেতে লেখা নাম কোনদিনও মুছে যাবেনা।। এখান থেকে ডাউনলোড করে গানটা শুনতে পারেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.