আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতিগ্রস্ত শীর্ষ ১০ দেশের তালিকা থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ

I have recognized God from the breaking of my plans ( Hazrat Ali [R.A] )

দুর্নীতিগ্রস্ত শীর্ষ ১০ দেশের তালিকা থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ। তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এবার ১৩তম। দুর্নীতির ধারণা সূচক-২০০৯ প্রতিবেদন অনুযায়ী, এবার দুর্নীতি কমিয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে ভালো করেছে নয়টি দেশ। এর মধ্যে বাংলাদেশ একটি। তা সত্ত্বেও যেসব দেশে দুর্নীতি এখনো ব্যাপক, তার মধ্যে রয়ে গেছে বাংলাদেশ . এবারের প্রতিবেদনে ১৮০টি দেশ স্থান পেয়েছে।

এর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৯তম। সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আবারও তালিকায় থেকে গেছে সোমালিয়া, আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত নিউজিল্যান্ড। শূন্য থেকে ১০ পর্যন্ত স্কেলে নিউজিল্যান্ডের প্রাপ্ত নম্বর ৯ দশমিক ৪। বাংলাদেশ পেয়েছে ২ দশমিক ৪ এবং সোমালিয়া ১ দশমিক ১। ২০০৮ সালের প্রতিবেদনে বাংলাদেশ ২ দশমিক ১ পয়েন্ট পেয়ে ১৮০টি দেশের মধ্যে ছিল ১৪৭তম স্থানে।

অর্থাত্ বাংলাদেশের অগ্রগতি দশমিক ৩ পয়েন্ট। একই পয়েন্ট পেয়ে ১৩৯তম স্থানে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, বেলারুশ ও ফিলিপাইন। এক বছরের মধ্যে দশমিক ৩ পয়েন্ট পর্যন্ত অগ্রগতি অর্জন করতে পেরেছে বাংলাদেশ, বেলারুশ, গুয়াতেমালা, লিথুনিয়া, মালদোভা, মন্টেনেগরো, পোল্যান্ড, সিরিয়া এবং টোঙ্গা— মাত্র এই নয়টি দেশ। অন্যদিকে এক বছরের ব্যবধানে সবচেয়ে খারাপ করেছে বাহরাইন, গ্রিস, ইরান, মালয়েশিয়া, মালটা ও স্লোভাকিয়া। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও ভারত ছাড়া সবাই পিছিয়েছে।

নিচের দিক থেকে বাংলাদেশ ছিল দশম, হয়েছে ১৩তম। ভারত ছিল ২২তম অবস্থানে, হয়েছে ২৩তম। আফগানিস্তান চতুর্থ স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে গেছে। পাকিস্তান ১৪তম স্থান থেকে নেমে গেছে ১৩তম স্থানে। নেপাল ছিল ১৬তম, হয়েছে ১২তম; মালদ্বীপ ১৭ থেকে ১৪তম স্থানে নেমে গেছে।

শ্রীলঙ্কা ২১ থেকে ২০তম এবং ভুটান আগের মতোই ৩৬তম স্থানে রয়ে গেছে। ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতিমুক্ত কোনো দেশ পৃথিবীতে নেই। নিউজিল্যান্ড সবচেয়ে ভালো অবস্থানে থাকলেও তারা দশে দশ পায়নি। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় আরও রয়েছে যথাক্রমে ডেনমার্ক, সিঙ্গাপুর, সুইডেন ও সুইজারল্যান্ড। সর্বনিম্ন স্থানের দেশগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, এসব দেশ যুদ্ধবিধ্বস্ত বা অভ্যন্তরীণ সংঘাত-সংঘর্ষ রয়েছে।

যেমন, সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে সোমালিয়ার পরই রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, সুদান ও ইরাক। সুতরাং যুদ্ধ ও সংঘাত-সংঘর্ষ বন্ধ না হলে দুর্নীতির প্রবণতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। -প্রথম আলো Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.