আমাদের কথা খুঁজে নিন

   

একটি নৈতিক পরামর্শ প্রয়োজন, পরামর্শ দেওয়ার মত কোন ভাই কি আছেন ?

My Name is Md E Mahmud, live in Dhaka, Work at Home

আমার এক বন্ধুর একটি বোন ছিল, দূর্ভাগ্যক্রমে তার সঙ্গে এক মদপায়ীর সঙ্গে বিবাহ হয়েছিল, বিবাহের পর জানা গেল যে সে মদপায়ী, বিবাহের পর সে ঘরে ফ্রিজে রেখে প্রতিদিন মদ পান করত এবং তার স্ত্রীকেও সে ছলে বলে কৌশলে শিখিয়ে ফেলল, সিগারেট খাওয়াও শিখাল, এছাড়াও নেশাজাতীয় প্রায় জিনিষ খাওয়া তাকে শিখালো, এক পর্যায়ে এই লম্পট ছেলেটি আফ্রিকা গেল তার স্ত্রীকে রেখে, সেখানে গিয়েই সে একটি বিয়ে করল এক নিগ্রো মেয়েকে, গিয়ে সে আর তার স্ত্রীর খোজ খবরও নেয়নি, মেয়েটি কষ্ট পেয়ে নেশা পান আরও বাড়িয়ে দিল, তাকে অনেকবার মানুসিক চিকিত্‍সা করানো হয়েছে কিন্তু কোন লাভ হয়নি, কিছুদিন ভাল থাকে আবার শুরু করে দেয়৷ বর্তমানে তার অবস্থা আরও মন্দ, সে নেশাপানত করেই সেই সঙ্গে ফ্যমেলির সবার সঙ্গে খারাপ ব্যবহারও করে যার জন্য তার বড় বোন তাকে অনেকবার মেরেছে, আমার বন্ধু এই ব্যপাড়ে পরামর্শ চাইলে আমি কোন জবাব দিতে পারেনি ভাবলাম এই ব্লগে যারা আছেন সবাই আমার চেয়েও অনেক বেশি জ্ঞানী, তাই আপনাদেরকে অবহিত করলাম, এই ক্ষেত্রে কোন কর্মনীতি অবলম্বন করলে পরিবারটি এই সমস্যা থেকে বাচতে পারে কারন তাকে জেলে দেওয়াও সম্ভব নয় এবং ভবুঘরে দেওয়াও সম্ভব নয়, এতে তাদের সম্মান নষ্ট হবে৷ আপনাদের সুচিন্তিত মতামত আরও অনেক পরিবারকে পথের দীশা দেখাতে পারে কারন অনেক পরিবারেই এই সমস্যাটি রয়েছে৷ 100% Natural Health Advice http://www.health-advice.tk

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.