আমাদের কথা খুঁজে নিন

   

আগুন বিষয়েও ননসেন্স পোয়েট্রি লেখা যেতে পারে / রহমান হেনরী

বাঙলা কবিতা

এই যে হঠাৎ মনে এলো আগুন আমার ভাই____ এখন___ ইচ্ছে হলেই জ্বালানি-কাঠ ইচ্ছে হলেই ছাই; আমি___ সেই আনন্দে হাওয়ার ছন্দে বায়ান্নো পাক খাই ! কিন্তু ভাবো, আগুন যখন জ্বলে___ বাতাস ওঠে প্রকাশ্য আর গুপ্ত___ তলে তলে ! ফলে___ বাতাসকে কী ডাকবো? আমার বোন ! আমি____ আগুন নিয়ে বাতাস নিয়ে খেলবো সারাক্ষণ ! তবু এখন___ খেলছে যারা যারা ? কে কে ? আগুন সাথে, বাতাস হাতে, তাদের পিছেই খাড়া !! ভাবো তো মন, মধ্যপ্রাচ্যে পোড়াচ্ছো কোন জল ? সে-জল কেন আগুন হয়ে উড়ছে অনর্গল ! তোমার দেশে হঠাৎ হঠাৎ কিসের দাবানল ? কে পোড়াচ্ছে কে জ্বালাচ্ছে সাজানো জঙ্গল ! তোমার বনে এমন দাবানল___ জল বুঝি নেই ? কিংবা ধরো বাহিনী___ দমকল ! এই যে আবার মনে হলো আগুন আমার ভাই___ আমি ___ সেই আনন্দে নিপুণ ছন্দে বাতাসে পাক খাই; এখন___ ইচ্ছে হলেই তোমার ডানা উল্কিতে পোড়াই___ আমার আগুন আমার ঘরেই লেলিয়ে দিচ্ছো তুমি! ভাবছি___ বিপুল এশিয়া কী মৃতের জন্মভূমি !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.