আমাদের কথা খুঁজে নিন

   

সংখ্যালঘুদের উপর হামলা, গার্মেন্টসে আগুন দেয়া, লুটপাট করা, স্কুলগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া একই সুত্রে গাথা!

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

সংখ্যালঘুদের উপর হামলা, গার্মেন্টসে আগুন দেয়া, লুটপাট করা, স্কুলগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া একই সুত্রে গাথা, পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। জাতীয় স্বার্থ বিরোধী ও জাতীয় স্বার্থে সরাসরি কামান দাগানো।
কোন দেশে যখন জাতীয় স্বার্থে আঘাত আসে সেটা মোকাবেলা করা কোন একটা বিশেষ দলের নয় কাজ নয়, সরকারের দায়িত্ব অনেক বেশী হলেও সকলেরই দায়িত্ব। বাংলাদেশে শতকরা ৯৫ ভাগ দায়িত্ব বর্তায় আওয়ামী লীগ ও বিএনপির উপর। শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার উপর।

একে অপরের উপর দোষ চাপিয়ে নয়, যৌথভাবে জাতীয় স্বার্থ রক্ষা করতে হয়। সেটা করতে তারা সম্পুর্ন ব্যার্থই শুধু হন নাই, বছরের পর বছর, যুগের পর যুগ তারা এগুলোকে নিয়ে হীন রাজনীতিক স্বার্থ উদ্ধারের খেলা খেলছেন। এতে আমার কাছে পরিস্কারভাবে মনে হচ্ছে তারা উভয়েই এই হীন ষড়যন্ত্রের সাথে জড়িত ও ষড়যন্ত্রকারীদের ক্রীড়নক। সুতরাং সচেতন ও দেশপ্রেমিক নাগরিকদের দায়িত্ব এই দেশবিরোধী ষড়যন্ত্রকে কোন নোংড়া রাজনৈতিক দলীয় চিন্তায় আবদ্ধ না করে ওদের বিরুদ্ধে রুখে দাড়ানো। কারন, ভারত, আমেরিকাসহ বিশ্বের যে কোন সভ্য দেশেই জাতীয় স্বার্থ বিরোধী চক্রান্ত ও কর্মকান্ড মোকাবেলা করা হয় সকল দলের যৌথ প্রচেষ্টায়।

সরকার ও বিরোধী দল এক কাতারে দাড়িয়ে যায়। এখানে এইসব নিয়ে আর কোন প্যাচাল নয়, আসুন ওদেরকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাই এবং জনগনের আদালতে বিচার করি।

কেননা যার বাড়ী পুড়েছে, যার সম্পদ ধ্বংস হয়েছে, যার সন্তান, স্বামী বা স্ত্রী নিহত হয়েছে তার কাছে ওই সব বুলসীট বলে লাভ নেই যে ওটা 'বিএনপি জামাত' করেছে অথবা 'সরকারী দল আওয়ামী লীগ' করেছে! পাড়ায় মহল্লায় নাগরিক কমিটি গঠন করুন, প্রতিরোধে এগিয়ে আসুন। জয় বাংলাদেশ বলে এগিয় চলুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.