আমাদের কথা খুঁজে নিন

   

আগুন !আগুন!!আগুন!!!!

এক অসাম্প্রদায়িক উজ্জল বাংলাদেশের স্বপ্ন দেখি

আগুন লেগেছে। কোথায়?কো্থায় আবার?বাজারে। সব জিনিসপত্রের গলাকাটা দামে তিস্টানো দায়। বাজারে গিয়ে কাচাবাজারই হোক আর যাইহোক কোন কিছুর দাম জিগ্গেস করতে গিয়ে রীতিমত ভয়ে ভয়েই থাকি...না কিনতে পারলে দোকানদারের কাছ থেকে কি না কি শুনতে হয়। দাম শুনেই মাথায় আগুন ধরে যায়।

দুই আগুনের উত্তাপে সেখানে আর থাকতে না পেরে দোকানদারের চৌদ্দগুষ্টি উদ্ধার করতে করতে বাজার না করেই শেষপর্যন্ত বাসায় ফিরে আসি। সব জায়গায়ই দাম ঠিক মানে কম থাকে। এই খুচরা বিক্রেতার হাতে পরলেই সে জিনিসের দাম পাচ গুন বেরে যায়। এটা কেমন ব্যাপার?সবকিছুর একটা সীমা আছে। কিন্তু ওদের ভন্ডামীর বোধহয় কোন সীমা নেই।

প্যাকেটের গায়ে যে দাম উল্লেখ থাকে কোন কোব জায়গায় তার চেয়ে আনেক বেশি রাখা হয়। সাত টাকা দামের পাউরুটি রমজান মাসের নাম করে রাখা হয় দশ টাকা। বাজারে কোন কোয়ার্টার দুধ পাওয়া যায় না। প্রতিটা জিনিসের পিছনেই আছে এ রকম ইতিহাস। দাম আর দাম বারানোর হিস্টরি শুনে গলা আর পকেট দুই ই শুকিয়ে আসে।

তারপর আবার তার মধ্যে ভেজাল তো আছেই। সবমিলিয়ে এক ত্রাহি আবস্থা। এমন ই ওরা লজ্জাহীন যে মুখের উপর জোচ্চোর বললেও হাসে। হয়তো মনে মনে বলে'' কই যাবা মনু....আবার তো আসতে হবে....যাও, ঘুরেটুরে মাথাটা একটু ঠান্ডা করে এসো । তোমার মাথায় আজ ভাল করেই কাঠাল ভাংবো।

''প্রত্যেকটা সাধারন মানুষের মাথা আজ কাঠালের আঘাটে খতবিখ্খত....বিশ্বাস না হয় একবার কাচাবাজারে গিয়ে দরাদরি না করে কিছু কিনে দেখুন না....। কাচাবাজারে কাঠালের বাড়ী খাওয়া আর শয়তানের হাসি দেখার দাওয়াত রইলো আপনাদের সবার....।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.