আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজি শেখার ও শেখানোর গ্রুপ খুলতে চাচ্ছি, আপনি কী বলেন...

তবু তুই রয়েছিস বলে, ঘাসফুলে জল দোলে...

ইংরেজি শেখা ও শেখানোর উদ্যোগে আমি একটা নতুন গ্রুপ খোলার কথা ভাবছি। আর এই ভাবা থেকেই সকালে একটা পোষ্ট দিয়েছিলাম। সকালে আমার সে পোষ্টের মন্তব্যে ১২ জন আমার সাথে থাকার কথা জানিয়েছেন। আপনি কী বলেন? আমরা চাচ্ছি- একটা ইংরেজি শেখার (এবং শেখানোরও) গ্রুপ তৈরী করতে। সেখানে আমরা প্রতিদিন নির্দিষ্ট টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমাদের ইংরেজি জ্ঞান বাড়াতে পারবো। যার যে বিষয়ে জানা বেশি, আমরা সবাই তার লেখা থেকে সেটি ভালোভাবে জানতে পারবো... সকালে যারা আমার সাথে থাকার কথা জানিয়েছেন- ম্যাকানিক, সাঈফ শেরিফ, মো: মোফাচ্ছির হোসেন, রাজ মো, আশরাফুল হক বারামদী, এমএ হোসেন, মহিসন খান, নতুন, লাইলী আরজুমান খানম লায়লা, ..::লিখন আহমেদ::.., নরাধম, মইনুল িমঠু এবং রূম্মান। এবার আমি অপেক্ষা করছি আপনার একটি সুচিন্তিত মন্তব্যের। আপনি কি আমার সাথে একমত আছেন? আমাকে জানান... হতে পারে আপনার একটি সুচিন্তিত মন্তব্য আমাদের ইংরেজি শিখতে চাওয়ার এই আগ্রহকে আরো বাড়িয়ে দিবে। এবং এক সময় আমরা সবাই ইংরেজিতে খুব দক্ষ হয়ে উঠবো... অপেক্ষায় রইলাম...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.