আমাদের কথা খুঁজে নিন

   

আমার অভিযোজন (রান্না বান্না টাইপ পোস্ট)



আমি হলে উঠেছি আগস্টের শুরুতে.........প্রথম প্রথম একদম ভালো লাগতো না..........মা কে ফোন করে কান্নাকাটি করতাম আর বলতাম তোমরা আবার চলে আসো........আমি আর একা থাকতে পারতেসি না.........খাওয়া দাওয়ার ঠিক নাই, কাপড় কাচো-মাড় দাও-ভিজা কাপড়গুলোকে কাকের গু এর হাত থেকে বাঁচাও-ইস্ত্রী করো-বাজার করো-রান্না করো-থালাবাটি মাজো-ঘড় ঝাট দাও-ঘর গুছাও.............হাজারটা কাজ। প্রতিদিন অফিস যাও-৪৪ কিলো জার্নি করো আবার রাতে ফিরে পড়াশুনাও করতে হবে.......কত যে কাহিনী..............আর ভাল্লাগে না................ এখন তাও মোটামুটি সবকিছু সহ্য হয়ে গেছে...........যখন খাই তখন খাওয়া দাওয়াও হয় খুব জম্পেস। কেমন জম্পেস সেটার নমুনা দিই..... আমার বন্ধু আঁখির রুমে দাওয়াত ছিল.........সেই দাওয়াতের ছবি দিলাম। আঁখির জন্য দোয়া কইরেন যেন সে এইরকম দাওয়াত মাঝে মাঝেই খাওয়ায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।