আমাদের কথা খুঁজে নিন

   

যারা ফেবু ইউজ করেন তাদের কাছে কি আজ অচেনা কোন ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে ?

যা কিছু সত্য তা বিশ্বাস করি। বুক আগলে রাখি। যারা ফেবু ইউজ করেন তাদের কাছে কি আজ অচেনা কোন ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে ? আমার কাছে আননোন ২ টা রিকোয়েস্ট আসছে। ফ্রেন্ড অ্যাড করার আগে একটু ভাল করে দেখে নিন। কয় জন মিচুয়াল ফ্রেন্ড আছে ।

তার প্রফাইলে ঢুকুন। যাচাই করুন। এমন হতে পারে তার প্রফাইলে সে শাহবাগের আন্দোলনের পক্ষে অনেক পোষ্ট দিয়ে রাখছে। তা দেখেই অ্যাড করবেন না। আগামী কিছু দিন ফ্রেন্ড অ্যাদ করা থেকে বিরত থাকুন।

শাহবাগে সাইবার যুদ্ধ পেইজ থেকে একটি সতর্ক বার্তাঃ শাহবাগে সাইবার যুদ্ধ #shahbag প্রজন্ম চত্বরের আন্দোলনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত সবাইকে সতর্ক হবার আহবান- প্রথমত বলছি, ফেসবুকে কিছুদিন নতুন বন্ধু যোগ করা থেকে বিরত থাকুন। কেননা জামাত শিবিরের ছদ্মবেশী লোকজন আপনাদের বন্ধু সেজে ফেসবুকে ঢুকে পড়ছে , আপনার সাথে ঘনিষ্ঠতার মাধ্যমে যাবতীয় ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। এবং সুযোগ মতন তারা কিন্তু ঠিকই সেইসব ব্যবহার করবে। এদের প্রোফাইল গুলো এভাবেই সাজানো যে দেখলে মনে হবে তারা আমাদেরই একজন, কিন্তু আসলে সেটা নয়। কাউকে অ্যাড করার আগে ভালো করে যাচাই করে নিন যে আইডি টি আসল না ফেক।

দ্বিতীয়ত বলছি, ফেসবুকে পরিচিত কাউকে নিজের ব্যক্তিগত যোগাযোগ নাম্বার দেয়া থেকে বিরত থাকুন। কিংবা কেউ ডাকলে তাদের আহবানে সাড়া দিয়ে কোনও নির্জন স্থানে যাওয়া থেকে বিরত থাকুন। এবং অবশ্যই কাউকে আপনার বাসার ঠিকানা দিবেন না। পুলিশ বা র‍্যাব পরিচয়ে কেউ আপনাকে গ্রেপ্তার করতে চাইলে বা কোথাও নিয়ে যেতে চাইলে তাদের পরিচয় পত্র দাবি করুন। এবং অবশ্যই সবাইকে জানান যে কারা আপনাকে ধরে নিয়ে যাচ্ছে বিনা কারণে।

সম্ভব হলে পালিয়ে যাবার চেষ্টা করুন। পুলিশ র‍্যাবের পোশাকে তারা হতে পারে ছদ্মবেশী শিবির খুনি। এবং সব চাইতে জরুরি, একা একা চলাফেরা করবেন না। সর্বদা দলবদ্ধ ভাবে থাকুন। কে না জানে যে গুপ্ত হামলা করতে শিবির সিদ্ধ হস্ত।

এবং দেশের সূর্য সন্তানদের হত্যা করা সেই ১৯৭১ সাল থেকেই জামাত শিবিরের একমাত্র লক্ষ্য। নিজে সতর্ক থাকুন, সতর্ক করুন প্রতিটি সহযোদ্ধাকে। - ভেবে দেখেছো কি? | Did you ever think? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।