আমাদের কথা খুঁজে নিন

   

...একটি ফেবু স্ট্যাটাস...

স্বপ্ন দেখব বলে, আমি দু'চোখ পেতেছি, তাই তোমাদের কাছে এসে আমি দু'হাত পেতেছি....

১৯৭৪ সালে ওআইসি সম্মেলন থেকে ফেরার পর শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাব দেন। মারফত তা কিছুটা জানা যায়। যেমন, # "আমি ভুট্টোর যত্নশীলতায় মুগ্ধ। আমি পাকিস্তানিদের ভালোবাসা আর প্রীতিতে অভিভূত। এয়ারপোর্ট থেকে ইসলামি সম্মেলনের যাত্রাপথে হাজার হাজার পাকিস্তানি লাইন ধরে দাঁড়িয়ে ছিল!" # বাংলাদেশের ওপর পাকিস্তানের নিষ্ঠুরতার কথা মনে করিয়ে দিলে মুজিব বলেন, "আমি সব ভুলে যেতে চাই।

আমি চাই আমাদের দেশের মানুষও সব ভুলে যাক। আমাদের নতুন করে শুরু করতে হবে। আপনি জানেন যে, মানুষের স্মৃতিশক্তি সংক্ষিপ্ত। " # ভুট্টোর কথা উঠলে মুজিব বলেন, "আমি তাকে সাহায্য করতে চাই। সে একজন পুরোন বন্ধু।

" শেখ মুজিবের ভাগ্য ভালো সে আজ বেঁচে নেই। নাইলে পাকিপ্রেম আর যুদ্ধাপরাধ কিংবা রাজাকারির অপরাধে তাঁর ফাঁসি তো অবধারিত ছিল। তাছাড়া পাকিস্তান বর্জন না করে পাকিস্তানের কোলে উঠে বসে থাকার অপরাধে ইমরান ভাইয়া নিশ্চই তাঁর বিরুদ্ধে আরেকটি গনজাগরণ সৃষ্টি করতেন। নাহ। তিনি মরে গিয়েই বেঁচে গেছেন বলা যায়।

জয় বাংলা। পাকিপ্রেম সামলা। উইকিলিক্স

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.