আমাদের কথা খুঁজে নিন

   

"প্রাইভেট মেডিকেলের ছেলেমেয়েদের "অযোগ্যতা" প্রসঙ্গে"----প্রসঙ্গে

........

গতকাল রাতে প্রাইভেট মেডিকেল নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম । পরে দেখি সবাই আমার দিকে রেগে গিয়েছেন । প্রায় সবাই আমাকে অপমান করে কমেন্ট করলেন । আমি জানি এরা আমার বিপক্ষে বলবেন এটা স্থির করে নিয়েই আমার পোস্ট পড়তে এসেছিলেন । ইনাদের আমি বোঝাতে ব্যর্থ হয়েছি, হয়তবা আমার বোঝানোর পদ্ধতিতে ভুল ছিল ।

কেউ কেউ আবার পোস্ট মোডারেট করে রাখার সমালোচনা করছেন, এটা দেখছেন না প্রথম কমেনটেই পারসোনাল এটাক হলে পোস্টদাতার অন্য কোন উপায় থাকে কিনা । আমি এটাও বুঝতে পারলাম না যে মেধা ছাড়া কারো পরিশ্রম করার মানসিকতা কিভাবে তৈরি হয়? হতে পারে এটাও আমার বোঝার ভুল । ব্লগার টুম্পা মনি একজনের ব্লাড প্রেশার মাপার যন্ত্রের কাফ কনুইয়ের নিচে বাঁধার কথা বললেন, আমার অনুমান সেই ছাত্র পাশ করেনাই আসলে কি হয়েছে বলতে পারি না । আমরা যেখানে প্রথম বর্ষেই রক্তচাপ মাপতে পারি সেখানে একটা ছেলে কিভাবে এটা না জেনে ফাইনাল প্রফের ক্লিয়ারেন্স পেল এটা বুঝতে আমি ব্যর্থ । আমি বাস্তবতাকে মেনে নিলাম ।

আমি ভালো করলে মানুষ সন্দেহ করতে পারে, আমি খারাপ করলে মানুষ খোঁটা দিতে পারে এটা জেনেই আমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে । এখন যদি আপনাদের দোয়া চাওয়ার বদলে আপনাদের সাথে ঝগড়া করে সময় নষ্ট করি তাহলে তো সত্যি সত্যি রোগী মরার অবস্থা তৈরি হবে । বিশ্বাস করুন, আমি সত্যিই অনেক চাপের মাঝে আছি । আপনাদের সাথে কমেন্ট চালাচালি করতে গেলে আমার ক্ষতির বদলে কোনই লাভ নেই । কাজেই এই পোস্টের কোন কমেন্টের(গালাগালি বাদে) প্রতিবাদ আমি করব না ।

আমাকে ঘৃণা করলে করুন, কিন্তু যদি সম্ভব হয় আমার জন্য একটু প্রার্থনা করুন । আর এই পোস্টের কমেন্ট পর্যবেক্ষণ করা নেই । গালাগালি ছাড়া যা অপমান করার করতে পারেন । কমেন্টে কমেন্টে যুদ্ধ করে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর আগ্রহ আমি হারিয়ে ফেলেছি ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.