আমাদের কথা খুঁজে নিন

   

জীবন কেন এত অনিশ্চিত??

মুক্তভাবে ভাবি আমি

ছোটবেলা থেকেই আমার মনের কোনে স্বপ্ন অনেক বড় কিছু হব। যখনি কোন বিখ্যাত লোকের সাক্ষাতকার শুনতাম ভাবতাম আমিও তার মত হব। যতই দিন যেত আমার স্বপ্ন গুলো আকাবাকা শাখা মেলে বেড়েই চলছিল। সাইন্স নিয়ে পড়ার কারনে মনে মনে ডাক্তার ইঞ্জিনিয়ার সবই হয়ে যেতাম। এভাবে স্বপ্ন দেখতে দেখতে এস,এস,সি টাও পাশ করে ফেল লাম ৫.০০ পেয়ে।

বাবা মার আশার হালে নতুন করে জোয়ার আসল । নিজেকেও মনে মনে অনেক বড় কিছু হয়ে গেছি ভাবতে ভালই লাগত। ভাবের জগতে থাকতে থাকতে এইচ। এস। সি র ১ম বছর যে কিভাবে পাড় হয়ে গেল তা টেরই পেলাম না।

দুই সাবজেক্টে ফেল করে টের পেলাম জীবন এত সহজ নয়। মনের ভাব মনে রেখে নাক মুখ বুজে পড়তে লেগে গেলাম। নিদারুন হতাশা আর চেস্টহায় কোন রকমে এইচ। এস। সি টাও দিয়ে ফেললাম ।

কোথা থেকে কি দিয়ে যে এবারো ৫.০০ পেলাম বুঝতে পারলাম না। যাই হোক পুরনো সে ভাব আবারো উকি দিল মনের মাঝে। ভাল ভার্সিটিতে চান্স পাবার ইচ্ছা নিয়ে কোচিং এ ভরতি হলাম। এবার টের পেলাম রেজাল্ট টাই জীবনের সব না। ফাকি বাজি করে সাময়িক ভাবে পাশ করলেও আসল জায়গায় ঠিক ই ধরা খেতে লাগলাম।

বেশ কয়েক জায়গায় পরীক্ষায় দিয়ে ফেল লাম । এখন পর্যন্ত কোথাও চান্স পায়নি। একটু একটু করে জীবনের স্বপ্নগুলো ছোট হয়ে আসছে। এখন কেবল একটা স্বপ্ন কোন ভার্সিটিতে একটু খানি ঠাই,প্লিজ আমার জন্য দোয়া করবেন যেন এ স্বপ্নটুকু পুরন হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.