আমাদের কথা খুঁজে নিন

   

পরীক্ষামূলকভাবে শুরু হলো বিডিফিশ বাংলা

যেখানে বাঁধ সেখানেই বিপর্যয়। তাই বাঁধ মুক্ত জীবনের জন্য চাই বাঁধ মুক্ত পৃথিবী

বাংলাদেশের রয়েছে অসংখ্য মাছ ও মাৎস্য প্রজাতি, বিশাল এলাকার উন্মুক্ত ও বদ্ধ জলাশয় এবং জনশক্তি ও মাৎস্য সংগ্রহের বিবিধ যন্ত্রপাতির মতো অন্যান্য মাৎস্য সম্পদ। মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জীবনযাপন ও চাষের জন্য এ দেশের পরিবেশের অবস্থা ও ভৌগলিক অবস্থান অনুকূল ও উপযুক্ত। এ অবস্থায় মাৎস্য সম্পদ সংরক্ষণ ও মাৎস্যচাষের উন্নয়নে মাৎস্য বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা মনে করি মাৎস্য তথ্য শেয়ার করা মাৎস্য বিজ্ঞান ও এ সেক্টরের উন্নয়নে একটি কার্যকরী কৌশল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

মাৎস্য তথ্য শেয়ারের উদ্দেশ্যেই বিডিফিশ টিম থেকে বাংলা ভাষাভাষীদের জন্য বিডিফিশ এর অনলাইন প্লাটফরম (http://www.bdfish.info/) এর পাশাপাশি এর একটি বাংলা বিভাগ (http://www.bdfish.info/bangla) খোলা হয়েছে । এটি একই সাথে বাংলা ভাষায় মাৎস্য তথ্য শেয়ারের একটি অনলাইন মঞ্চ এবং বাংলা ভাষায় মাৎস্য-বিষয়ক প্রথম অনলাইন প্লাটফরম বা ফোরাম। আন্তরিক চেষ্টা থাকা সত্তেও কিছু কিছু বানান ভুল থাকার সম্ভাবনা রয়ে গেল। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যে কোন ধরনের সংশোধন/মতামত সাদরে গ্রহণ করা হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।