আমাদের কথা খুঁজে নিন

   

আমি কিসের জন্য অপেক্ষা করব?

চাই চিন্তার পূনর্জাগরন
আমি কিসের জন্য অপেক্ষা করব? হেমন্তের কোন ভেজা সকাল ঘুম থেকে ডেকে তুলবে বলে কথা দিলনা। কোন নির্জন দুপুর অলসতার ডালি নিয়ে আমাকে ভাবনাহীন অনন্তে হারিয়ে যাবার লোভ দেখালনা। আমি কেন অপেক্ষা করব? কোন নিশুতি রাত তার সবটুকু অন্ধকার ঢেলে দিয়ে প্রিয়ার লজ্জামাখা মুখ লুকিয়ে রাখবে বলে আমাকে কথা দিলনা। অথবা এমন কোন জোছনা আমাকে স্নান করাবে বলে পৃথিবীর যাবতীয় কাজকে তুচ্ছজ্ঞান করলনা। এমন কোন সন্ধ্যা তার ব্যস্ততাকে সরিয়ে রেখে বারান্দায় এককাপ চা হাতে তোমার খোঁপায় বেলী ফুলের মালা পরিয়ে দিলনা। আমি কিসের জন্য অপেক্ষা করব? আমি ভাঙতে চাই ভেঙে যেতে চাই, ভাসতে চাই ভাসাতে চাই, দেখতে চাই দেখাতে চাই। অথচ......... কেউ আমাকে ঝড় বাদলে উত্তাল একটি নদী পার হতে সঙ্গী হয়ে হাত বাড়ালনা...... আমি কার জন্য অপেক্ষা করব????
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.