আমাদের কথা খুঁজে নিন

   

পয়েন্ট তালিকার শীর্ষে চেন্নাই

আইপিএলে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের আজকের ম্যাচে লড়াইটা হয়েছে মূলত মাইক হাসি ও মানবিন্দর বিসলার মধ্যে। চেন্নাইয়ের মাইক হাসির ৯৫ রানের পর কলকাতার বিসলা খেলেছেন ৯২ রানের ঝোড়ো ইনিংস। তবে শেষ হাসিটা মাইক হাসিই হেসেছেন। উত্তেজনাপূর্ণ ম্যাচে তাঁর দল চেন্নাই পেয়েছে ১৪ রানের জয়। দুর্দান্ত এই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে চেন্নাই সুপার কিংস।

৯ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে ধোনি বাহিনী। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচ খেলে কলকাতার সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট। পয়েন্ট তালিকার সপ্তম স্থানে আছে গতবারের শিরোপাজয়ীরা।
২০১ রানের বড় লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ঝোড়ো সূচনা করেছিল কলকাতা নাইট রাইডার্স। তৃতীয় ও ষষ্ঠ ওভারে গৌতম গম্ভীর ও ব্রেন্ডন ম্যাককালাম সাজঘরে ফিরলেও রানের চাকা বেশ ভালোমতোই ঘুরিয়ে যাচ্ছিলেন মানবিন্দর বিসলা।

তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ছয় ওভারেই ৬৩ রান সংগ্রহ করে কলকাতা। ইনিংসের ১৩তম ওভারে ১৯ রান করে সাজঘরে ফেরেন জ্যাক ক্যালিস। দলীয় স্কোরবোর্ডে জমা হয়েছিল ৯৯ রান। এই পর্যায়ে কলকাতার হার প্রায় নিশ্চিতই ধরে নিয়েছিলেন অনেকে। তবে চতুর্থ উইকেটে ৭৯ রানের ঝোড়ো জুটি গড়ে কলকাতা শিবিরে জয়ের আশা জাগিয়েছিলেন বিসলা ও ইয়ন মরগান।

এই রান তাঁরা সংগ্রহ করেছিলেন মাত্র ৩৭ বলে। ১৯তম ওভারে দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়েন বিসলা। ফিরে যান ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলে। কলকাতার ইনিংসও শেষ হয় ১৮৬ রানে। ১৪ রানের ঘাম ঝরানো জয় পায় চেন্নাই।


এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মাইক হাসির ৯৫, সুরেশ রায়নার ৪৪ রানের সুবাদে স্কোরবোর্ডে ২০০ রান জমা করে চেন্নাই সুপার কিংস। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।