আমাদের কথা খুঁজে নিন

   

সুইসাইড পয়েন্ট

shamseerbd@yahoo.com
মরার আগেই মরতে সাধ জাগে নাই একবারও এমন মানুষ পাওয়া দুষ্কর !!! মাঝে মাঝে এমনতর পরিস্হিতির উদ্ভব হয় যে , ইচ্ছা করে ধুর শালা , গুষ্ঠি কিলাই এই দুনিয়ার, থাকলামনা , তো কি হইছে । এমনতর পরিস্হিতিতে ব্যতিক্রমী নানা সব ইচ্ছা জাগে মনে । যে ইচ্ছাটা সব চেয়ে বেশী জাগে সেটা করার কোন সুযোগ নাই সেটা হল দুনিয়াটারে ফুটবল বানাইয়া একটা লাথি মারতে মন চায় !!!! একবার যদি পারতাম কখনো কখনো ইচ্ছা জাগে সামনে যা পাই তাই ভাইঙ্গা চুরমার করে দিই, এ ইচ্ছাটা সবচেয়ে বেশী জাগে যখন রাস্তায় জ্যামে পড়ি, ইচ্ছা করে বুলডোজার দিয়া শালার সব কিছু গুঁড়া কইরা দি সত্যিসত্যি মরতে না চাইলেও মাঝে মাঝে দুনিয়ার উপর মেজাজটা বড় বিলা হইয়া যায়, কিছুই ভাল লাগেনা, সব কিছু অসহ্য লাগে। এমনতর সময়ে জঙ্গলে চলে যাবার ব্যাপক একটা ইচ্ছা আমার মাঝে ভর করে। কারো কারো নাকি সুইসাইড করারও তীব্র ইচ্ছা ভর করে, অনেক এটেম্পট ও নাকি নিয়ে থাকেন। কিন্তু এভাবে মরে যাওয়াটা ঠিক মাইনা নেয়া যাইনা । এদের জন্য একটা সল্যুশান হইতে পারে সুইসাইড পয়েন্ট !!!! সু্উচ্চ কোন স্হান থেকে লাফ দিয়ে পড়ার একটা ব্যবস্হা থাকবে। অনেকটা ফ্রী ফলের মতন, কিন্তু শেষ মুহুর্তে সেফটি সিস্টেম এর কারনে কোন ক্ষতি হবেনা, লাভ হবে ছাদ থেকে যারা লাফ দিয়ে সুইসাইড করতে চান তারা এর কাছাকাছি একটা অনুভূতি পাবেন , আর আমি শিউর একবার লাফ দিয়ে ফেলার পর তার মরার ইচ্ছা চলে যাবে। নরমালি কেউ যদি এমন করে একটা ভয় অবশ্যই শেষ সময়ে কাজ করেও, যদিও তখন আর ফিরে আসার উপায় থাকেনা !!! সুতরাং সুইসাইড পয়েন্ট থাকলে ইচ্ছা বাস্তবায়ন করার কাছাকাছি একটা অনুভূতি পাওয়া সম্ভব । কেউ কি এগিয়ে আসবেন !!!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।