আমাদের কথা খুঁজে নিন

   

ফরেক্স পিভট পয়েন্ট | ফরেক্স পিভট পয়েন্ট

পিভট পয়েন্ট ফরেক্সে সাপোর্ট এবং রেজিটেন্স লেভেল বের করার জন্য ব্যবহার করা হয়। আগের দিনের ফরেক্স মার্কেটের ক্যান্ডেলের হাই, লো এবং ক্লোজ প্রাইস এর উপর ভিত্তি করে বতমান দিনের সাপোর্ট এবং রেজিটেন্স বের করা হয়। সপ্তাহের পিভট পয়েন্ট বের করার জন্য আগের সপ্তাহের ফরেক্স মার্কেটের ক্যান্ডেলের হাই, লো এবং ক্লোজ প্রাইস ব্যবহার করা হয়, ঠিক তেমনি মাসের পিভট পয়েন্ট বের করা হয় আগের মাসের উপর ভিত্তি করে। যারা ডে ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করে তাদের জন্য daily, weekly and monthly পিভট পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ।
স্ট্যান্ডাড পিভট পয়েন্ট বের করা:-
Pivot Point (PP) = (High + Low + Close)/3 [আগের দিনের (হাই + লো + ক্লোজ)প্রাইস / ৩] Support 1 (S1) = (PP x 2) – High [(পিভট পয়েন্ট x ২) – হাই প্রাইস] Support 2 (S2) = PP – (High – Low) [ পিভট পয়েন্ট - (হাই প্রাইস – লো প্রাইস)] Support 3 (S3) = Low – 2 (High – PP) [ লো প্রাইস – ২(হাই প্রাইস – লো প্রাইস)] Resistance 1 (R1) = (PP x 2) – Low [ (পিভট পয়েন্ট x হাই প্রাইস)– লো প্রাইস] Resistance 2 (R2) = PP + (High – Low) [ পিভট পয়েন্ট + (হাই প্রাইস – লো প্রাইস) ] Resistance 3 (R3) = High + 2 (PP - Low) [ হাই প্রাইস + ২(পিভট পয়েন্ট – লো প্রাইস)]
Abbreviations clarification:
PP — The central axis (any price can perform as it); R1, R2, R3 — The 1st, 2nd and 3rd levels of Resistance; S1, S2, S3 — The 1st, 2nd and 3rd levels of Support; HIGH — The max price in the Previous Period of the Indicator;(আগের সর্বোচ্চ প্রাইস) LOW — The min price in the previous period of Indicator; (আগের সর্বনিম্ন প্রাইস) CLOSE — The closing price in the Previous Period of Indicator. (আগের ক্লোজিং প্রাইস)
উদাহরণ:- আমরা ডেইলি পিভট পয়েন্ট বের করব, সেহেতু ধরি আগের দিনের মার্কেট প্রাইসের হাই প্রাইস 1.3438, লো প্রাইস 1.3318 এবং ক্লোজিং প্রাইস ছিল 1.3368 ।
তাহলে উপরের নিয়ম অনুযায়ী-
Pivot Point (P) = (1.3438 +1.3318 +1.3368)/3 = 1.3375 Support 1 (S1) = (1.3375 x 2) – 1.3438 = 1.3312 Support 2 (S2) = 1.3375 – (1.3438 – 1.3318) = 1.3255 Support 3 (S3) = 1.3318 – 2 (1.3438 – 1.3375) = 1.3192 Resistance 1 (R1) = (1.3375 x 2) – 1.3318 = 1.3432 Resistance 2 (R2) = 1.3375 + (1.3438 –1.3318) = 1.3495 Resistance 3 (R3) = 1.3438 + 2 (1.3375 – 1.3318) = 1.3552
প্রাপ্ত ফলাফল-
Pivot Point- 1.3375, S1- 1.3312, S2- 1.3255, S3- 1.3192 R1- 1.3432 R2- 1.3495 R3- 1.3552
বি:দ্র: ঠিক তেমনি weekly pivot এবং monthly pivot বের করার জন্য আগের weekly এবং monthly ক্যান্ডলের হাই, লো এবং ক্লোজিং প্রাইস দ্বারা weekly and monthly পিভট পয়েন্ট বের করতে হবে।
নতুন ফরেক্স গ্রুপ:- Forex Mentor Bangladesh (FXMBD)

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.