আমাদের কথা খুঁজে নিন

   

বখাটেদের উৎপাত এবং একজন মেয়ে

Every emotion have a feelings. But every feelings have no emotion.

বেশ কিছুদিন ধরে আমার বোনের মোবাইলে অপরিচিত নাম্বার থেকে কল আসছে। কল করে খুব বাজে ভাষায় কথাবার্তা বলে। রাত ১টা,২টা তেও ফোনগুলো আসে। এই অনাকাঙ্খিত ফোন কল নিয়ে সে খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছে। সমস্যা হতে পারে ভেবে ও কখনও ফ্লেক্সি লোড করেনি,সবসময় কার্ড কিনেছে।

তবে ওর এক বান্ধবী (বাংলাবাজার থাকে) বইরে দোকান থেকে মাঝে-মধ্যে ওকে ফোন করে। সম্ভবত সেই দোকান থেকেই.......(এখন অনেক মোবাইলের দোকান দেখা যায় যেগুলা মূলত পড়াশোনা ছেড়ে বখে যাওয়া অল্প বয়েসী কিছু ছেলেদের দ্বারা পরিচালিত হয়। এদের মূল কাজই হলো মেয়েদের ফোন করে বিরক্ত করা)। ওকে বেশ কিছু নাম্বার থেকে বিরক্ত করে। এর মধ্যে একটা নাম্বার...০১৬৭০৭৩৩৭৬৫।

আমার আম্মা একদিন ফোন ধরেছিল। আম্মাকেও অনেক বাজে বাজে কমেন্টস করছে। আর ওকে তো প্রতিনিয়তই শুনতে হচ্ছে। এমতাবস্থায় মানসিকভাবে ও খুব ভেঙ্গে পড়েছে। ঐ বখে যাওয়া ছেলেগুলোর ঘরেও হয়ত আপনার আমার সবার মতই মা-বোন আছে।

কিন্তু ওদের নৈতিকতার যে বড় অভাব। আমার বোনের মত এমন সমস্যায় আছেন হয়ত আরো অনেকেই। আমার প্রশ্ন একটাই-এর কী কোন প্রতিকার নেই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.