আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের মধ্যে তার আগমণ ও বখাটেদের উৎপাত

বই পড়েত ভালবাসি, আমার পড়া বেশিরভাগ বই পিডিএফ ফরমেট। সংগ্রৃহীত সব পিডএফ বই নিয়ে গেড় তুলেছি একটা পিডএফ সাইট http://egronthagar.blogspot.com/ সকাল বেলা ঘুম দেবার অভ্যেসটা আবার এসে গেছে। পুরো সপ্তাহে মাত্র আটখানা ক্লাশ, তাও আবার বারোটার আগে কোন ক্লাস নেই। ফলাফল হল এই রাতে ঘুম আসতে চাই না। আর এদিকে সকাল ১০টা না বাজলে সকাল হয়েছে বলে মনে হয় না।

গতকাল রাতেও এর ব্যতিক্রম ঘটেনি। ঘুমাতে যেতে সময় লেগেছিল প্রায় রাত সাড়ে তিনটার মত। সকাল নয়টার দিকে ঘুম ভাঙল এক বন্ধুর ফোনে। তার আগে একটা স্বপ্ন দেখে ফেললাম। যদিও আমি অন্যান্য দিন এ সময় কুম্ভকর্ণের মত ঘুমায়, কিন্তু আজ তার ব্যতিক্রম ঘটে।

স্বপ্নে আমার প্রিয় একটি মুখের সাথে দেখা হয়। যার সাথে দেখা হল সে আামার প্রেমিকা নয় কিন্তু তার থেকেও বেশি কিছু। পুরো স্বপ্নটা মনে নেই। অন্যান্য দিনের মত স্বপ্নের শুরুটা ভুলে গেছি। অল্প অল্প যেটুকু মনে আছে, তাতে মনে হচ্ছে আমরা কোথাও যাচ্ছিলাম।

আমাদের পরিচিতি কোন এলাকায়। হয়ত কোন দাওয়াত রক্ষা করতে। পাশাপাশি হেটে যাচ্ছি। হঠাৎ করে এলাকার কিছু ছেলেপুলেকে দেখলাম। আর তাদের দেখামাত্রই সে আমার হাত আকড়ে ধরল।

আমি দ্বীধার মধ্যে পড়ে গেলাম। আমার এলাকাটিও বাংলাদেশের আর দশটা আবহমান গ্রাম বাঙলার মত। একটা ছেলের সাথে আরেকটা মেয়ে কোথাও যাচ্ছে দেখলে নানা কথা উঠবে। ভাবছিলাম কী করব?? এমন সময় ও আমার হাতটা জোর করে আকড়ে ধরল। বুঝেতে পারলাম, ও আমার হাতটা ছাড়তে চায় না।

জোর করে ছাড়াতে চাইলাম না। হাত ধরেই হাটতে থাকলাম গন্তব্য স্থলের উদ্দেশ্য। স্বপ্নটা দেখার পর খুব ভালো লাগছিলো। শুনেছি সকালের স্বপ্ন নাকি সত্যি হয়। আমার ঘুমের রুটিন অনুযায়ী স্বপ্নটা দেখার সময়টা সকাল ছিল।

কিন্তু যখন এ নিয়ে লিখতে শুরু করলাম। তখন মনে প্রশ্ন জাগল, ওই ছেলেগুলোকে দেখে ও আমার হাত চেপে ধরল কেন?? অভ্যাসবসত নয়, কারণটা বোধহয় ছেলেদের মাঝের পশুত্বের ভয়ে। আমার পাশে নেই তুমি। দোয়া করি যেন নরপশুদের কুদৃষ্টি তোমার উপর না পড়ে। আল্লাহ যেন তোমাকে সুরক্ষিত রাখে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.