আমাদের কথা খুঁজে নিন

   

তুষার ঝড়া সন্ধ্যায় অরণ্যের পাশে থেমে (ভালো লাগা কবিতা-১)

© লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা সম্পূর্ণ বা আংশিকরূপে কোথাও প্রকাশ করা যাবে না।

রবীন্দ্রণাথের পরেই যার কবিতা গুলো আমাকে সবচেয়ে বেশী আকৃষ্ট করে তিনি হলেন রবার্ট ফ্রস্ট । রবার্ট ফ্রস্টের কবিতা গুলোতে রবীন্দ্রণাথের কবিতার মতোই মানুষের জীবনবোধের সূক্ষ পরিচয় পাওয়া যায় । রবার্ট ফ্রস্টের তেমনি একটি বিখ্যাত কবিতা হলো Stopping by Woods on a Snowy Evening .. আমার অসম্ভব প্রিয় এবং ভালো লাগা একটি কবিতা । এই কবিতাটি আমি ভাবানুবাদ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ।

ভাবানুবাদের চেয়ে মূল ইংরেজীটাই আমার কাছে সবচেয়ে বেশী ভালো লাগে । তুষার ঝড়া সন্ধ্যায় অরণ্যের পাশে থেমে মনে হয় আমি জানি এই অরণ্যে কার । এই গাঁ`য়ের কোথাও হয়তো বাড়ি তার ; শুভ্র তুষারে তার অরণ্যে ঢেকে যেতে দেখা কোনদিন সে জানবেনা থেমে দেখেছি আমি তা । ব্যাপারটা খুব অদ্ভুত ঘোড়াটা ভেবেছে থামতে হলো কোন খামার নেইতো কাছে ; গভীর অরণ্য আর জমাট হ্রদের পাশে, বছরের আঁধারময় সন্ধ্যা ঘনিয়ে আসে । পিঠের উপর সাজানো গদি ঘোড়াটা একটু ঝাঁকায়, হয়তো কোথাও কোন ভুল হয়েছে কিনা জানতে চায় ।

বরফের কুচি হালকা পালকের মতো ঝরে পরে; হাওয়ার সাথে সেই শব্দই শুধু শোনা যায় । নিঝুম গহিন অরণ্য দেখে মন যায় ভরে , কিন্তু একটি প্রতিজ্ঞা আমি যে রেখেছি করে । নি:শেষের আগে পাড়ি দিতে হবে বহুদূর , ................. সমাপ্তির আগে যেতে হবে দূর বহুদূর । .................. মূল ইংরেজী কবিতাটি এরকম --- Stopping by Woods on a Snowy Evening Whose woods these are I think I know. His house is in the village though; He will not see me stopping here To watch his woods fill up with snow. My little horse must think it queer To stop without a farmhouse near Between the woods and frozen lake The darkest evening of the year. He gives his harness bells a shake To ask if there is some mistake. The only other sound's the sweep Of easy wind and downy flake. The woods are lovely, dark and deep. But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।