আমাদের কথা খুঁজে নিন

   

দেশের সবচেয়ে প্রাচীন স্কুল এবং কলেজ কোনগুলি??একটা তালিকা তৈরি করতে চাই.....যার যার জেলার ঐতিহ্যবাহী স্কুল ও কলেজগুলার নাম জানিয়ে যান

একটা কিছু করে না দেখালে শান্তি নাই..............

আমাদের দেশে অনেক প্রাচীন প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে....... এইসব বিদ্যাপীঠ গুলারে নিয়া একটা পোস্ট দেবার ইচ্ছা ছিল......কিন্তু পোস্টের কোন রসদ খুজে পেলাম না.............. দেখলাম গুগল ও ফেল........... এখন উপায় একটাই ব্লগে সবার সাহায্য নেয়া.......... এই ব্লগে দেশের বিভিন্ন জেলার ব্লগার রয়েছেন..........তারা একটু সাহায্য করে যদি তাদের নিজের জেলার প্রাচীন স্কুল এবং কলেজ গুলার প্রতিষ্ঠা কাল এবং নাম জানিয়ে যান.........তাইলেই হবে...... পোস্ট নিয়মিত আপডেট করা হবে আমি আমার নিজের স্কুল ও কলেজ দিয়ে শুরু করছি......... সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা-১৮৩৬ ইং এম.সি.কলেজ প্রতিষ্ঠা-১৮৯২ ইং তাছাড়া.....((পরে আরেকটা পোস্টে পুরা সাজিয়ে দেবার ইচ্ছা আছে)) যশোর জিলা স্কুল প্রতিষ্ঠা-১৮৩৮ ইং কুমিল্লা জিলা স্কুল প্রতিষ্ঠা-১৮৩৭ ইং রংপুর জিলা স্কুল প্রতিষ্ঠা-১৮৩২ বরিশাল জিলা স্কুল প্রতিষ্ঠা - ১৮৫৩ চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠা : ১৮৩৬ ইং ঢাকা কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠা- ১৮৩৫ সাল চট্টগ্রাম সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা-১৯০৯ সাল। অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠা-১৮৭৫ বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠা-১৮৮০ এই পোস্টে সব একসাথে এড করা হয়েছে...দেশের সবচেয়ে প্রাচীন স্কুল এবং কলেজ কোনগুলি??? সবার সাহায্যে তৈরি হল একটি তালিকা....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.