আমাদের কথা খুঁজে নিন

   

'পুরুষ ও পশু ১,৪৭৯ জন রসু’

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

২১ অক্টোবর প্রথম আলোতে সৈয়দ আবুল মকসুদের 'পুরুষ ও পশু ১,৪৭৯ জন রসু’ শিরোনামের লেখাটি বেরিয়ে ছিল, তাঁর জন্য প্রথমত লেখককে ধন্যবাদ জানাচ্ছি। তাঁরপর প্রথম আলোকে। লেখাতে সৈয়দ আবুল মকসুদ বলেছেন যে ‘পুরুষের পৃথিবীতে কোথাও নারীর নিরাপত্তা ও শান্তি নেই। ’ কথাটা খুবই চরম বাস্তব সত্য।

কারণ পুরুষশাসিত সমাজ। এ সমাজে নারী আশ্রিতা, পণ্য হয়েই বেঁচে থাকছে। নারীকে শৈশবে বাবার আশ্রয়ে, যৌবনে স্বামীর আশ্রয়ে, আর বার্ধ্যকে সন্তানের আশ্রয়ে থাকতে হয়। নারীর নিজস্ব কোনো আশ্রয় নেই। নেই তার কোনো বাড়ী।

পর নির্ভর সে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ধর্ষণের শিকার হয়েছে ১,৪৭৯ জন নারী। প্রকাশিত এ তথ্যের বাইরে আরও অনেক ঘটনা ঘটছে প্রতিনিয়ত। রসু খাঁদের মতো জানোয়ারদের কবল থেকে নারীদের রক্ষা করতে হলে এদের কে ওপেন ক্রোসফায়ার দিয়ে মারার আইন চালু করতে হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.