আমাদের কথা খুঁজে নিন

   

আসলে দোষ কার? (রি পোস্ট)

সপ্ন দেখি সবসময় facebook.com/FaizulFaysal

সালমা ও নাজমা দুই বান্ধবী। শুধু তারা নয়, তাদের মায়েদের মধ্যেও খুব সখ্যতা। তাদের মেয়েদের কত গুন,কত কি জানে তারা। নাজমার মা তো সালমার গুনে,রুপে পাগল। এরই এক পর্যায়ে দূর্ঘটনা ক্রমে সালমার সাথে বিয়ে হয় নাজমার বড় ভাইয়ের।

এরপর কিছুদিন.......... এবার শোনা গেল সালমার গুন...... এ জানেনা,সে জানেনা। এটা ভাল না, সেটা ভাল না আরও কত কি? এত বাজে জানলে বৌ করে আনত না,তার মেয়ে কত কি জানে,সালমা তার নখেরও যোগ্য না। বড় ভুল করছেন তারা। এরই মধ্যে নাজমারও বিয়ে হয়। বছর যেতে না যেতেই নাজমা ফিরে আসে মায়ের কাছে।

দোষ একই... শ্বাশুরীর মতে নজমা এ জানেনা,সে জানেনা। এটা ভাল না, সেটা ভাল না আরও কত কি? এত বাজে জানলে বৌ করে আনত না,তার মেয়ে (সীমা) কত কি জানে,তার মেয়ের নখেরও যোগ্য না। বড় ভুল করছেন তারা এখন প্রশ্ন হল কে ভাল না? (সালমা বা নাজমা)নাকি (সালমা বা নাজমার শ্বাশুরীর) আসলে দোষটা মেয়ে জাতির। তাদের মতে মা ভাল, শ্বাশুরী নয়। মেয়ে ভাল, ছেলের বৌ নয়।

তারা বোঝে না তার মেয়ে কারো বাড়ির বৌ অথবা তার বৌ কারো বাড়ির মেয়ে ১ম পোস্ট (আসলে দোষ কার?)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.