আমাদের কথা খুঁজে নিন

   

ফালুদা বাই শিশিরের শব্দ

যে ব্যথা দেয়,তারও তো ব্যথা থাকতে পারে-মাটির ময়না বুঝতেই পারছেন ফালুদা আমার খুবই পছন্দের।মাঝে মাঝেই বান্ধবীরা মিলে বেরিয়ে পড়ি ফালুদা খেতে।সময় পেলে বাসায়ও বানিয়ে ফেলি।আজও বানি্যেছি। এই নিন যারা ফালুদা পছন্দ করেন তাদের জন্য(আমার বানানো) এই হল স্টারের ফালুদা এগুলো গুগল মামার বানানো যারা ফালুদা খান না তাদের জন্য আমার বানানো পুডিং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।