আমাদের কথা খুঁজে নিন

   

পঞ্চদশ সংশোধনী বাতিল করবে বিএনপি

বিএনপি  ক্ষমতায় গেলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ শুক্রবার জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘সংবিধান সংকটে আগামী নির্বাচন চরম সংঘাতের দিকে: চলতি অধিবেশনে সংকট নিরসনসহ নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মওদুদ বলেন, শুধু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে না বিএনপি। সংবিধানে যে ৫১টি সংশোধনী আনা হয়েছে সেটার জন্যও আন্দোলন করছে।   আওয়ামী লীগ ক্ষমতায় এসে সংবিধান টুকরো টুকরো করেছে।

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়া হবে। আওয়ামী লীগড় সংবিধানের পবিত্রতা নষ্ট করে ফেলেছে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট মনোভাব নিয়ে সংবিধান সংশোধন করেছে।

তিনি আরও বলেন, পঞ্চদশ সংশোধনীর পরও সরকার আরামে নেই। ওই সংশোধনীতে সংসদের মেয়াদপূর্তির ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান রাখা হয়েছে।

আবার বর্তমান সংসদ বহাল রাখা হয়েছে। এখন নির্বাচন করতে সরকারকে আগামী অধিবেশনে  আবার সংবিধান সংশোধন করতে হবে।

সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জনগণের মালিকানা কেড়ে নেয়া হয়েছে। সরকার ‘যতো কলাকৌশলই’ করুক, সংকট উত্তরণে নির্দলীয় সরকারের কোনো বিকল্প নেই।

সমবায় দলের আহ্বায়ক নূর আফরোজ বেগম জ্যোতির সভাপতিত্বে অন্যদের মধ্যে  বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদসহ সমবায় দলের নেতারা বক্তব্য রাখেন।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.