আমাদের কথা খুঁজে নিন

   

আগামী ৯-১১ মার্চ ছাত্র মৈত্রীর পঞ্চদশ জাতীয় সম্মেলন

আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।

আগামী ৯-১১ মার্চ বাংলাদেশ ছাত্র মৈত্রীর পঞ্চদশ জাতীয় সম্মেলনঃ শিক্ষাঙ্গনে সন্ত্রাস দখলদারিত্ব মৌলবাদী অপতৎপরতা রুখো, বিজ্ঞানভিত্তিক অসাম্প্রদায়িক গণমূখী একই পদ্ধতির শিক্ষানীতি বাস্তবায়ন করার আহবান জানিয়ে বাংলাদেশ ছাত্র মৈত্রীর পঞ্চদশ জাতীয় সম্মেলন আগামী ৯-১১ মার্চ ২০১০ ইং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ৯ ই মার্চ বেলা ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সন্ত্রাস সাম্প্রদায়িকতা সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই এবং শিক্ষা-কাজের সংগ্রামের যোদ্ধা সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রীর পঞ্চদশ জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি। বিকাল ৪ টায় রাজু ভাষ্কর্য, টিএসসিতে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০-১১ মার্চ বাংলাদেশ ছাত্র মৈত্রীর মূল কাউন্সিল অধিবেশন টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ১০ মার্চ আগামী বাংলাদেশ ছাত্র মৈত্রীর পঞ্চদশ জাতীয় সম্মেলনের আলোচনা সভা টিএসসি মিলনায়তনে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। বক্তব্য রাখবেন কমরেড রাশেদ খান মেনন এমপি, জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), মঞ্জুরুল আহসান বুলবুল, রোকেয়া কবির, সৈয়দ আমিরুজ্জামান, বিপ্লব রায় প্রমূখ। বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি রফিকুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক বিপ্লব রায় এক বিবৃতিতে সম্মেলনের উদ্বোধনী সমাবেশ এবং আলোচনা পর্বে সকলের উপস্থিতি ও সহযোগিতার আহবান জানিয়েছেন। বাংলাদেশ ছাত্র মৈত্রীর পঞ্চদশ জাতীয় সম্মেলনকে সফল করার জন্য লিফলেট, পোস্টার, কূপনসহ ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হয়েছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।