আমাদের কথা খুঁজে নিন

   

উপলব্ধি অথবা অনুভূতি, কিংবা ভীষন আগোছালো কিছু একান্ত কথা বা দীর্ঘশ্বাস যা খুব বিরক্তকর হয়ত

পরাঞ্জয়ী...

সামনে পরীক্ষা। অনেক ব্যস্ততা! এরই মাঝে মাঝে কোন ফাঁকফোকর দিয়ে ঠিকই মন খারাপের দল এসে হাজির হয়! গত কয়েকদিন যাবৎ পড়তে পড়তে ক্লান্ত হয়ে রাতে বারান্দায় গিয়ে দাঁড়াই। ঝকঝকে রুপোর থালার মত চাঁদটা আনমনা করে দেয়। """ সোনা, চাঁদটা দেখেছিস আজ? কত্ত সুন্দর!! আমার ঘরের পায়ের কাছে যে জানলাটা আছে ওখান দিয়ে জ্যোৎসা গুলো উপচে পড়ছে রে, ইস তুই যদি থাকতি এখন"""""" হাসি পায়, আজও তেমনি শুনি কথাগুলো!!! দীর্ঘশ্বাস........................... আজ বিকেলে রাইয়ান যখন ছন্দ করে আমার নাম ধরে জানলা দিয়ে ডাকছিলো আমি ছুটে গেলাম। চার বছরের আমার ঐ বয়ফ্রেন্ড টা কত কথাই না বললো আমার সাথে।

কথা গুলো কুচি কুচি করে কাটা কাঁচা আমের সাথে কাসুন্দির মতই সুস্বাদু!! হেলে দুলে মাথা কাৎ করে সেই ভঙ্গিমা ভুলিয়ে দেয় জগতের সমস্ত না পাওয়ার রোদন, হারানোর বেদন!!!! দীর্ঘশ্বাস..................... অসূস্থ হলেই আব্বু সারারাতে কত্তবার যে উঠে উঠে আমাকে দেখে যায়!! আমি জেগে থাকি, কিন্তু সাড়া দেই না। যে ভালবাসার প্রকাশ টুকু আব্বু গোপন রাখতে চায়, থাকনা তা আমার মেকি ঘুমের বন্ধ চোখের অন্তরালে!! এমন দিনও আসবে যেদিন আব্বু আকাশের তারা হয়ে এমনি করে দেখবে তার অসূস্থ "বুঁচি" টাকে। সেদিন চোখ খুলে বুক ভাসিয়েও আমি দেখতে পাবো না তাকে!!!!! দীর্ঘশ্বাস.................... বেড়িবাঁধে যাবো না আর কোনদিন!! নাহ কোনদিন না!! """ আয় না আবার!! আমার সামনে এসে দাঁড়িয়ে বল 'সোনা, সব ভুলে যা, দেখ এসেছি আমি, আর কষ্ট দেবনা তোকে, তুইও দিসনা, মনে থাকবে?' কিংবা কিছু না বলিস চুপ করে এসে দাঁড়া আমার সামনে, কিচ্ছু বলতে হবেনা আমি ঝাঁপিয়ে পড়ি তোর বুকে!! কেঁদে ভিজিয়ে দেই তোর বুকটা। আমি দেখতে চাই কত জলে তোর পাষাণ বুকটা গলে!!! আসবি?? আমাদের সব ই কি শেষ? কিছুই কি অবশিষ্ঠ নেই? যা দিয়ে শুরু করা যায় আবার নুতন উদ্দামে?!!! সবাই বোঝে তুঈ কি শুধু অবুঝ??!!!!!!"""" দীর্ঘশ্বাস.................... অসূস্থ দাম্পত্য দেখে অভ্যস্ত চোখ দুটো ক্লান্ত হয়ে দেখাই ছেড়ে দিয়েছে!!! """" মা গো বড় সাধ ছিল মানুষ হব, মাটি হব!! হল না মা। মানুষ হতে পারিনি আমি।

প্রাণীত্বের দাবী আমার প্রানের সব জৌলুস কেড়ে নিয়ে আমাকে মানুষ হতে দিল না। আমি প্রানীই রয়ে গেলাম!! এ প্রাণ আর ব্যথিতের ব্যাথায় কাঁদেনা। মা গো ক্ষমা কোর। এ সংসারে ক্ষমা করেনা কেউ, অহং ভুলে ফিরেও আসেনা যে যায়!! শুধু তুমি ক্ষমা করে বুকে চেপে ধরে বল 'কাঁদিসনে মা, আমি আছি তো!!!'""""""" দীর্ঘশ্বাস.........................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।