আমাদের কথা খুঁজে নিন

   

একটি সিনেমার স্ক্রিপ্ট-১

মনের কিছু ক্ষিদে আছে,,,,,,,,,,,,,,সেইটা মেটাবার জন্য লিখছি......তবে অপেক্ষায় আছি এ জ্বলন্ত পৃথিবীতে পাথর ফেটে পানি বের হবার...

বাংলাদেশের বাম দলে কাজ করার অভিজ্ঞতা এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেখা এসকল রাজনৈতিক দলের আভ্যন্তরীন অবস্থার প্রেক্ষিতে একটি চলচ্চিত্রের স্কৃপ্ট লিখছি। যদিও স্কৃপ্ট কিভাবে লেখে, তা আমি জানি না। তবুও আন্দাজ করে লিখছি.... যা প্রকাশিত হইব কিনা তাও জানিনা.......... দৃশ্য ১.... লাইট,,ক্যামেরা,,একশন............ একটি দেয়ালের উপর বসে আছে রাজীব.....হঠাৎ তার প্রস্রাব পেয়ে গেল..... কোথায় প্রস্রাব করা যায় ভাবতে ভাবতে তার হঠাৎ নজর গেল দেয়ালে অনেক পুরান আমলের একটা চিকামারায়.............লিখা.......দুনিয়ার মজদুর....এক হও............নিচে লিখা আমরা সায়েন্টিফিক সমাজতন্ত্রে বিশ্বাস করি...... রাজীব তখন হাসবে.........কিছু একটা তার মনের ভিতর খেলা করবে...তারপর আস্তে আস্তে এগিয়ে আসে.............. দেয়ালের দিকে মুখ করে দাড়িয়ে প্যান্টের বোতামে হাত দেয়..... কাট....... দৃশ্য ২... চারজন ছেলে আর দুইজন মেয়ে গোল হয়ে বসে আছে....বাদাম চিবুচ্ছে আর এক বড় নেতার চরিত্র নিয়া খোলামেলা আলোচনা করছে......রাজীব রাস্তা দিয়া হেটে যাচ্ছিল..... হঠাৎ সে থেমে যাবে.......... তার কান যায় একটা মেয়ের মুখ হইতে উচ্চারিত একটা ইংরেজী গালির দিকে......... সে পা দিয়ে মাটি খুচাতে থাকে........রাগে তার মুখ লাল হয়ে উঠে....... হাত মুঠি করে ধরে সে প্রায় দৌড়ে চলে যায় ওখান থেকে...... কাট.......... দৃশ্য ৩..... রাতে টেবিলে বসে আছে রাজীব....... টেবিলে মার্কস আর এঙ্গেলস এর রেডবুক...... এক চোখ দিল সে টিভিতে........ওখানে ফিদেল কে দেখাচ্ছে........গর্বিত ফিদেল হেটে আসছেন............. চ্যানেল চেন্জ করল রাজীব........... দেশের নামকরা পত্রিকার এক সম্পাদক রে সে দেখল....... এক মোহনীয় চেহারার মডেলের হাত ধরে মন্চে উঠছেন........... প্রোগ্রামটা কিসের সে বুঝতে পারলনা............ তবে এটা বুঝা যাচ্ছে প্রোগ্রামে প্রচুর নাচ গান হবে.......প্রচুর....... তার আবার চোখ গেল মেনিফেস্টোতে.............. কাট....... রাইতে সবাক ভাইয়ের পোস্ট স্বপ্ন দেইখা অনুপ্রেরনা প্রাপ্ত


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.