আমাদের কথা খুঁজে নিন

   

চকলেট ম্যাথ !?!


আসুন, চকলেট ম্যাথের সাহায্যে নিজের বয়স-টা জেনে নেই। শুরুতেই স্ক্রল করে শেষে চলে যাবেন না, তাহলে আর মজা থাকবেনা। নিচের পদ্ধতীটা অনুসরণ করুন। ধাপে ধাপে নির্দেশিত ক্রম অনুযায়ী অগ্রসর হোন...... একটি ধাপ সম্পন্ন না করে অন্য ধাপে এগুবেন না। - - - - ১. আপনি দিনে কতবার চকলেট খেতে পছন্দ করেন? (১ হতে ১০ এর মধ্যে যে কোন একটি সংখ্যা চিন্তা করুন) ২. সংখ্যাটিকে ২ (দুই) দিয়ে গুণ (multiply) করুন।

৩. প্রাপ্ত গুণফলের সাতে ৫ (পাঁচ) যোগ করুন। ৪. যোগফলের সাথে ৫০ (পঞ্চাশ) গুণ করুন। আপনি চাইলে নিচের চকলেট ক্যালকুলেটর অথবা কাগজ-কলম ব্যবহার করতে পারেন। ৫. এবার, যদি এই বছর (২০০৯) ইতিমধ্যেই আপনার জন্মদিন পালন করে থাকেন..... তবে পূর্ববর্তী ধাপে প্রাপ্ত ফলের সাথে ১৭৫৯ যোগ করুন (Add 1759) । আর যদি চলতি বছরে আপনার জন্মদিন এখনও না এসে থাকে.... তবে ১৭৫৮ যোগ করুন ( in that case... add 1758) ৬. এবার প্রাপ্ত ফল হতে চার ডিজিটের আপনার জন্ম সালের সংখ্যাটি বিয়োগ করুন (উদাহরণ স্বরূপঃ আপনার জন্ম ১৯৮০ সালে হলে... ১৯৮০ বিয়োগ করুন)।

৭. প্রাপ্ত ফলাফল একটি ৩ (তিন) ডিজিটের সংখ্যা হওয়া উচিত! আপনার প্রাপ্ত ফলাফল ৩ ডিজিটের হয়েছে কি? এই তিন ডিজিটের প্রথমটি আপনার সেই সংখ্যা, যা আপনি প্রথম ধাপে চিন্তা করেছিলেন (দিনে যতবার চকলেট খেতে পছন্দ করেন)। আর ৭ নম্বর ধাপে ৪ ডিজিটের সংখ্যা পেলে প্রধম ২টি ডিজিট হবে আপনার প্রতিদিনের চকলেট খাওয়ার সংখ্যা। আর পরের দু'টি ডিজিট? আপনার বয়স!!!!! (ঠিক তাই...এটাই আপনার বয়স) (নেট থেকে)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।