আমাদের কথা খুঁজে নিন

   

চকলেট

ভন্ড আলম আমার বন্ধু। উহার বড় বোন আমেরিকা থেকে ফিরেছে। মাত্রই। নিশ্চয়ই ভন্ড ভন্ড চকলেট নিয়ে এসেছে। আলম উহার বাড়ি যায়।

চিকনাগুল ! অদ্ভুত নাম ! চকলেট চকলেট গন্ধ ! আলম বাড়ি যায়। আমরা গন্ধে গন্ধে থাকি। আহা ! সিলেটের বাতাস চক্লেটের গন্ধে ভারী হয়ে গেল ! আমি এবং আমার একটি বাচ্চা বাচ্চা বন্ধু। আমরা চকলেট সন্ত্রাসী ! আলমকে ফোন দেই। ভন্ড, তোকে অনেকদিন দেখি না।

দেখতে চাই। আমি তো বোনের বাসায়। কি করিস তুই !তোর না ফাইনাল প্রফ!ফেল করতে চাস নাকি ? টেনশন বাড়াইস না দোস্ত ! আমি দুই ঘন্টার মধ্যে রওনা দিব! আসবি কখন? সন্ধ্যায় ! কোন দরকার নাকি ? পরীক্ষা দোস্ত। টাইম দিতে পারব না, সরি। আরে না, এমনি জিগ্যাস করলাম।

ইয়া হো হো হো। হো হো হো। হামলা! হামলা! গেরিলা হামলা ! সন্ধ্যা !ডাইনীর ছেড়া চাদরে জড়ানো সন্ধ্যা ! সব অন্ধকার হয়ে আসছে। তবু যেন মেডিকেল হোস্টেল টা আরও একটু বেশি অন্ধকার ! আলম ! হালুম ! হালুম ! হালুম ! আমি এবং শিশুটি। শিশুটি এবং আমি ! মেডিকেল হস্টেল না ১ মিনিট নীরবতা ! কোথাও কেউ নেই ! নাকি আছে ! আমাদের জুতার ঘট মট ঘট মট শব্দ করে কেন ? কেউ মারা যায় নাই।

উহাদের ফাইনাল প্রফ সামনে। মানে একটু দুরে। মানে সাত দিন বাকি ! আমরা আমাদের জুতার মিউট বাটনটি অন করলাম। আলমের রুম ! আলম কই ! হায় হায়! তাহলে চকলেটের কি হবে !! কি হবে !! কেউ না খেলে তো চকলেট নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট চকলেট খেলে তো অসুখ হতে পারে।

ডাক্তার ছেলেগুলা এইটা বুঝে না ! আলমের খোঁজ পাওয়া গেছে। ৬ নম্বর রুমে পার্টনারকে সাথে নিয়ে পড়ালেখার সাথে মারামারি করছে । আলম বন্ধু ! কেমন আছিস ! বহুদিন দেখি না !(চকলেট দিয়া দে, যাইগা)সবাই ভাল তো ! তোর পরীক্ষা কবে ? অনেক দেরি তো ! চল আড্ডা দেই। কুশলী আলম ! কুটনা আলম ! ভন্ড আলম ! কথা বলতে বলতে কখন যে আমরা গেটের কাছে চলে এসেছি টেরই পাইনাই। ঘুরে দাঁড়াতেই হবে।

আলম এভাবে ব্লকের সামনে কথা বললে সবার ডিস্টার্ব হবে। জাতির বিবেকের ভগ্নাংশ হিসেবে আমরা এটা হতে দিতে পারি না। রুমে চল ! অকাট্য যুক্তি। বিধ্বস্ত আলম ! বেশিক্ষন কথা ঘুরাতে পারতেসি না । আমার পার্টনার শিশুটি তেমন সাপোর্ট দিতে পারতেসে না ! সরাসরি আক্রমণই ভাল ! আলম ! চকলেট দে ! আলম আমাদের দিকে তাকয়ে আছে ! চোখ ছোট ছোট।

বড় হচ্ছে ! আরও !আরও! হাসছে ! আরও হাসি ! বদমাইশ পোলা ! আমি যা বুঝার বুঝে গেলাম। ব্যাটায় চকলেট আনে নাই ! চকলেট ! আহারে চকলেট ! কি এনেছিস ? পোর্টেবল হার্ডডিস্ক ! যা অইটাই চকলেট ! নিয়ে গেলাম ! আশ্চর্য ! ব্যাটায় দেখি না ও করে না ! ও পরীক্ষা ! দাড়া ব্যাটা তোর পরীক্ষার বারটা বাজাইতেছি। সাইদের রুম। দোস্ত...... তোর নাকি পরীক্ষা ! ডিস্টার্ব দিতে আসলাম। দিবি ! ভাল কইরা দে।

ভাল লাগতেছে না পড়তে। আলম কই ? ও পড়তাসে। তোর কাছে পাঠাইলো। তোরে নাকি ডিস্টার্ব দিয়া মজা বেশি। তাই!দাঁড়া !আমি এখনি যাইতাছি ।

একটু পরে যা । আরে তোরা বয়। হি হি হি। ভাল ভাল ভাল। যুদ্ধ চলার সময় দূরে থাকা ভাল।

আসলে চকলেট জিনিসটা মোটেও ভাল না। সাস্থ্যের জন্য খারাপ। খেলে দাঁতে পোকা হয়। চকলেট তো ছোটরা খায়। চকলেট খায় লোভীরা।

আমরা । রাস্তায় । বাতাসে চকলেটের গন্ধ !! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।