আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশী ভাষায় রবীন্দ্রসংগীত (শেষ পর্ব)

একলা হতে চাইছে আকাশ মেঘগুলোকে সরিয়ে দিয়ে ভাবনা আমার একলা হতে চাইছে একা আকাশ নিয়ে...

আগের পর্ব ১। Drink to me only with (কতবার ভেবেছিনু) - ইংলিশ ২। আনন্দধারা বহিছে ভুবনে - হিন্দি ৩। Nancy lee (কালী কালী বল রে আজ) - ফ্রেঞ্চ ৪। This wereness Forgive Me (ক্লান্তি আমায় ক্ষমা কর প্রভু) - ইংলিশ ৫।

Auld Lang Syne (পুরোনো সেই দিনের কথা) - ফ্রেঞ্চ/জার্মান ৬। Go where glory waits thee (ওহে দয়াময়) - ইংলিশ ৭। -Ye Banks And Braes (ফুলে ফুলে ঢোলে ঢোলে) - ফ্রেঞ্চ/জার্মান ৮। এই মনিহার আমার - হিন্দী ৯। বড় আশাকরে এসেছিগো - হিন্দী ১০।

চাদের হাসি বাধ ভেঙেছে - হিন্দী ১১ । মনে রবে কিনা রবে আমারে - হিন্দী ১২। পুরোনে সেই দিনের কথা - হিন্দী ১৩। সহেনা যাতনা - হিন্দী ১৪। এত টুকু ছোয়া লাগে - হিন্দী ১৫।

মম চিত্তে - হিন্দী ১৬। তুমি কেমন করে গান কর - হিন্দী ১৭। সেদিন দু'জনে - হিন্দী ১৮। Robin adair (সকলি ফুরালো) - ফ্রেঞ্চ/জার্মান সবগুলো গান এসনিপ্সের এই ফোল্ডারে রাখা আছে Click This Link , পরবর্তীতে আরও গান পেলে এখানে আপ্লোড করে দেব।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।