আমাদের কথা খুঁজে নিন

   

জামাত'কে নিষিদ্ধ ঘোষনা কি সঠিক সিদ্ধান্ত-২?

"জামাত'কে নিষিদ্ধ ঘোষনা কি সঠিক সিদ্ধান্ত?" আমার এই পোষ্ট'টি পরে এক সতির্থ বন্ধু ব্লগার বলেছেন "আপনি ভয় দেখাচ্ছেন জামাত-শিবিরকে নিষিদ্ধ করলে ওরা ভয়ঙ্কর হয়ে যাবে! ঘটনা কি? মতলব টা কি আপনার?" তাকে দেয়া জবাব'টা পোষ্ট আকারে দিচ্ছি। ভাইজান, আমি ভ্য় দেখাচ্ছিনা, আমি ভয় পাচ্ছি। আর সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে বলছি। সবাই যদি মনে করে জামাত-শিবিরকে নিষিদ্ধ করাটাই সঠিক সিদ্ধান্ত তাহলে আমিও তাকে সাধুবাদ জানাব। আপনার মত ভাববোনা, "মতলব টা কি"।

বোকারা সিদ্ধান্ত নেয় না ভেবে আর বুদ্ধিমানরা অগ্র-পশ্চাত ভেবে তবেই সিদ্ধান্ত নেয়। এখন আপনিই ভেবে দেখুন বোকাদের পক্ষে যাবেন নাকি বুদ্ধিমানদের পক্ষে। ভুলে যাবেন না আজকের এই সিদ্ধান্তের সাথে গোটা দেশ গোটা জাতী'র ভবিষ্যত জরিত। আবেগতারিত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে দেশ'কে রক্তাক্ত হওয়ার দিকে ঠেলে দেয়া'কে কখনই সঠিক সিদ্ধান্ত বলা যাবে না। আপনি হয়ত বিপদ দেখলে বাপের টাকায় বিদেশে পারি জমাবেন।

কিন্তু আমাদের মত ছাপোষাদের এই দেশেই থাকতে হবে। আপনাদের মত গা-জোয়ারি সিদ্ধান্ত নেয়ার মত শক্তিশালি আমরা না। ৭১এ যুদ্ধ করেছি আমরা আর স্বাধীন দেশকে আওয়ামিলিগ কিংবা বিএনপি কিংবা জাতীয়পর্টি হয়ে শোষন করেছেন আপনারা। প্রয়োজনে কেউ ক্ষমতায় চরার সিড়ি হিসেবে ব্যবহার করেছেন জামাত কে কিংবা জাতীয়পার্টি কে। রাজাকারদের দিয়েছেন বৈধতা এবং মন্ত্রীত্ব পর্যন্ত দিয়েছেন! জনতার আবেগ'কে ব্যবহার করছেন আপনাদের ব্যবসায়'র হাতিয়ার হিসেবে।

ক্ষমতায় যাওয়াটাই তো শেষ কথা, তাই না? জামাত-শিবির আমাদের জাতীয় শত্রু। তাদের'কে মোকাবেলাও করতে হবে জাতীয়ভাবে। সবাই'কে ঐক্যবদ্ধ হতে হবে। জেনেরাখুন শাহাবাগে'র জনসমুদ্র যা চাচ্ছে তা বাস্তবায়ন করতে হবে সরকার'কে। আর সরকার'কে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করার জন্য আমি সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানাচ্ছি।

এই অনুরোধ যদি ভুল হয়ে থাকে তাহলে আমি দু:ক্ষিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.