আমাদের কথা খুঁজে নিন

   

অলসতার কাব্য-২

সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে

। ১। আমি অসীমে বেঁধেছি ঘর কত দূরে যাবে অতঃপর? । ২। তোমার নায়ের পালে যখন আমার পাগলা হাওয়া বইবে, কেমন করে সইবে? ।

৩। পা বাড়ালেই হয় না যাওয়া হাত বাড়ালেই হয় না ছোয়া আগুন দিয়ে কেউ ধ্বংস করে ট্রয় নগরী কেউ খুঁজে পায় স্রেফ ধোয়া। । ৪। আগুনও জ্বালতে জানতে হয় ফাগুনও আনতে কষ্ট হয়।

। ৫। হিমেল হাওয়ায় চুপসে গেলে সবই শিশির হয় তোমার চোখের ছবি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।