আমাদের কথা খুঁজে নিন

   

নামহীন এক রাজপুত্রের কথাঃ প্রিন্স

!
রাজার ঘরে জন্ম না নিয়েও রাজপুত্র সে। আর বাবা-মা শখ করে নাম ঠিকই রেখেছিলেন। কিন্তু এটাও সত্যি যে জীবনের কিছু সময় তাকে নামহীন কাটাতে হয়েছে। ১৯৯৩ থেকে ২০০০ সাল, জীবনের এই সাতটি বছর তার নাম ছিল না। এই সময়কালে নিজেকে একটি প্রতীকের মাধ্যমে প্রকাশ করত সে।

পরবর্তিতে এই প্রতীকটির নাম হয়েছেঃ ভালোবাসা'র প্রতীক। যার কথা বলছি, তার নাম প্রিন্স। ৮০ আর ৯০ এর দশক কাঁপানো বিতর্কিত এক গায়ক। ৭ বার গ্র্যামি অ্যাওয়ার্ড, একবার গোল্ডেন গ্লোব আর একবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়ী এই গায়ককে ২০০৪ সালে রক অ্যান্ড রোল হল অব ফেইম এ অন্তর্ভুক্ত করা হয়। রোলিং স্টোন সর্বকালের সেরাদের কাতারে তাকে রেখেছে ২৮ এ।

১৯৫৮ সালে এক সঙ্গীত পাগল পরিবারে জন্ম প্রিন্স এর। পোশাক পরিচ্ছদ আর অঙ্গভঙ্গিমার কারণে অনেকটা বিতর্কিত এই শিল্পী ১৯৯৩ সালে ওয়ার্নার ব্রস এর সাথে কপিরাইট বিতর্কে জড়িয়ে পড়েন। ফলশ্রুতিতে নিজ়ের নামের পরিবর্তন। নিজেকে একটি প্রতীকের মাধ্যমে প্রকাশ করা। কিন্তু তাকে কোনো একটা নামে তো ডাকতে হবে, তাই সবাই ডাকা শুরু করলঃ শিল্পী যার প্রাক্তন নাম প্রিন্স (The artist formerly known as Prince.)।

ভালোবাসা'র প্রতীক। প্রিন্স'এর লিখা গানের সংখ্যা শতাধিক। যারা প্রিন্স'এর কোনো গানই শোনেন নি, তাদের জন্যঃ Purple Rain ৮ মিনিট ৪১ সেকেন্ড এর এই গানটি যেকোনো সংজ্ঞাতেই এপিক। রক, পপ আর গস্পেল এর অসাধারণ সমন্বয়। পিয়ানো আর গিটারের অপূর্ব সমন্বয়।

I never meant to cause you any sorrow I never meant to cause you any pain I only wanted to one time see you laughing I only wanted to see you laughing in the purple rain I never wanted to be your weekend lover I only wanted to be some kind of friend Baby I could never steal you from another Its such a shame our friendship had to end Honey I know, I know, I know times are changing Its time we all reach out for something new That means you too You say you want a leader But you cant seem to make up your mind I think you better close it And let me guide you to the purple rain When Doves Cry ১৯৮৪ সালের সবচেয়ে বেশি বিক্রিত সিঙ্গেল। ৫ সপ্তাহ ধরে আমেরিকান টপ চার্টে ১ নম্বরে ছিল। কোনো বাস লাইন ছাড়াই এটা একটা ড্যান্স সং। How can U just leave me standing Alone in a world that's so cold? (So cold) Maybe I'm just 2 demanding Maybe I'm just like my father - 2 bold Maybe U're just like my mother She's never satisfied (She's never satisfied) Why do we scream at each other? This is what it sounds like when doves cry ছবি কৃতজ্ঞতাঃ উইকিপিডিয়া।
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।