আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্রোহী আমি

রাজনীতিবীদদের ঘৃণা করি---

রাজাকারের রাজ রে ভাই রাজাকারের রাজ, রাজাকারের রাজ উঠাতে আমার রণ-সাজ। রক্তে আমার খুনের নেশা বক্ষের সব কষ্ট ঘেঁষা, লড়ব আমি বীরপুরুষ খড়গ হাতে যতক্ষণ হুঁশ। দেশ মৃত্তিকার ফাটল দিয়ে এখনও রক্ত ঝরে, আমার মায়ের কপোল বেয়ে ৩৮ বসন্ত অশ্রু ঝরে। ধরব আমি নাঙ্গা হাতে উদয় হতে অস্তপথে, অসীম আমার ধৈয্যে'র সাজ আমি অটল-আমি যে বাজ। উছলে উঠে রক্ত আমার তুই রাজাকার-তুই যে চামার, বীরপুরুষের রক্ত বেচিস নতুন নতুন গাড়ির চেসিস!? ব্যাঘ্র এসে দিলেও থাবা রক্ত-মাংস খুঁজে পাবা, তোরাতো বন্যেরও অধম হাড্ডি-মাংস করিস হজম! আমি দেখেছি ধ্বংস লীলা খেলেছিস তুই লালের খেলা, সঙ্গ হবে তোর ভবলীলা সঙ্গে তোর সকল চ্যালা। গড়ব আমি নতুন ভূবন যে ভূবনে সবাই আপন, "নষ্ট" নামের শব্দটাকে করব আমি একাই দাফন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।