আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার থাবার মৃত্যু, জানাযা বিভ্রাট, ইসলাম কি বলে

বিক্ষিপ্ত ভাবনা থাবার জানাযার ব্যাপারে বিতর্ক উঠাতেই এই পোষ্ট এর অবতারনাঃ ভাই ইসলাম সম্পর্কে আমার তেমন ধারনা নাই তবে থাবার মৃত্যু পরবর্তী জানাজা পড়া নিয়ে বিতর্ক উঠলে অনলাইন থেকে যতটুকু জানতে পারলাম এই সম্পর্কে ইসলামে বিধান নিম্নরুপ: মুনাফেক সরদার আবদুল্লা বিন উবাই মারা যাওয়ার পর তার ছেলে রাসুল(সঃ) নিকট আসেন এবং রাসুল (সাঃ) গায়ের ছাদরের জন্য অনুরোধ করেন তার কাফনের জন্য। আল্লার রাসুল (সাঃ) তা দান করেন। এরপর সে রাসুল (সাঃ) কে জানাজা পড়ানোর অনুরোধ করেন। রাসুল (সাঃ) এতে সম্মতি দিলে সেখানে উপস্হিত হজরত উমর (রাঃ) এর প্রতিবাদ করেন। কিন্তু রাসুল সাঃ কোরআনের আয়াত উল্লেখ করে হজরত উমরকে বলেন যেহেতু আল্লাহ এটা আমার উপর ছেড়ে দিয়েছে সেহেতু আমি নামাজ পড়াব।

পরবর্তীতে এ নিয়ে সুরা তওবার ৮৪ নম্বর আয়াত নাযিল হয়। যেখানে আল্লাহ বলেন: আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনও নামাজ পড়বেনা এবং তাঁর কবরে দাঁড়াবেনা, তারা তো আল্লাহর প্রতি অস্বিকৃতি গ্যাপন করেছে এবং রাসুলের প্রতিও, বস্তুত তারা নাফরমান অবস্হায় মৃত্যু বরণ করেছে। (সুরা তওবা আয়াত ৮৪) এটাই মুনাফিকের জানাজার ব্যাপারে ইসলামের সর্বশেষ বিধান। শুধু সঠিক তথ্য দেওয়ার জন্যই এই পোষ্ট করা আসা করি কেউ ভুল বুঝবেন না। আর হাঁ ইসলাম নিয়ে বাড়াবাড়ী বা গোঁড়ামী করবেন না।

আল্লাহই সব কিছু জানেন। মুনাফিক কারা: মুনাফিক হচ্ছে সেই যে মুসলমানদেরকে বলে আমি মুসলিম আর অমুসলমিদের সাথে গিয়ে বলে আরে আমিতো তোমাদের সাথে আছি, আমি তো মুসলমানদেরকে শুধু ধোঁকা দিচ্ছি। অর্থাৎ যে মুসলমান এবং অমুসলমান দুই দিকেই নিজেকে দলভুক্ত রাখে। একজন নাস্তিক কিন্তু মোনাফেক নন। তিনি কখনও বলেননা আমি মুসলমানদের সাথে আছি বা আমি মুসলিম।

ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান বা অন্যান্ন ধর্মের মতও নাস্তিকতাও এক ধরনের বিধান বা ধর্ম। যে সমস্ত ব্লগার ভাই নিজেদেরকে নাস্তিক মনে করেন আমি আপনাদের বিশ্বাসকে সম্মান করি। আশাকরি আপনারা আপনাদের ব্লগে উল্লেখ করবেন কিভাবে আপনারা আপনাদের মরদেহের সৎকার চান। আর অবশ্যই উল্লেখ করবেন কোন বিধান মতে সৎকার চান। যেমন আহমদ শরীফ স্যার তার দেহ মেডিক্যালের ছাত্রদের জন্য দান করে গিয়েছিলেন।

মৃত্যুরতো কোন গ্যারান্টি নেই, বিশেষ করে বাংলাদেশের মত একটি অনিশ্চিত সমাজে। সর্বশেষে বলতে চাই। থাবার হত্যাকারীদের ফাঁসি চাই, তবে এ নিয়ে রাজনীতি চাইনা। যুদ্ধাপরাধের বিচার চাই । অপরাধীদের ফাঁসিচাই।

রাজাকারদের কোন দল নেই। থাবার মৃত্যু নিয়ে আমার বিশ্লেষন পড়ুনঃ Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.