আমাদের কথা খুঁজে নিন

   

এ জনমে মিটিল না সাধ



আমার এক কাল্পনিক দাদু তার বর্তমান বয়স ৬৫ বছর। এক দিন তিনি তার লাইফের বিড়ম্বনার কথা বললেন এভাবে; "আমার বয়স ১৫ থেকে ২৫ হাতে অনেক সময় দেহ-মনে অনেক জোর কিন্তু পকেটে টাকা না থাকায় অনেক ইচ্ছার কিছুই পূরণ হয়নি আমার, এই করে ২৫ বছর বয়সে সাধ পূরণের লক্ষ্যে অর্থ উপার্জনের নিমিত্তে কর্মে যোগ দিলাম এবং অল্পদিনেই হাতে টাকা চলে এলো, দেহমনের জোরও বাড়ল আগের চেয়ে বেশি কিন্তু দেখা দিল এক নতুন সমস্যা, সাধ পূরণের জন্যতো সময় দরকার-কাজে এতই জড়িয়ে গেলাম সময় আর বের করতে পারলাম না- হলো না সাধ পূরণ। এভাবে এক সময় আমার বয়স হয়ে গেল ৬০ বছর, নিজেকে কেমন যেন ভারি ভারি মনে হওয়া শুরু হলো। এখন আমি কোন কাজ করিনা। আমার উপার্জিত অর্থ-সম্পদ অন্যের তদারকিতেই প্রতিদিন বাড়ে। আমাকে কিছুই করতে হয়না এখন আমার অনেক সময় অনেক টাকা কিন্ত দেহ মনে শক্তি নেই বলে কোন সাধ পূরণের উদ্যোগই নিতে পারছি না"। তাহলে কি দাঁড়াল ? দাদুর কথা ভাবলে আমিও আমার ভবিষ্যৎ দেখতে পাই আর মনে হয় এ জনমে মিটিবে কি সাধ!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।