আমাদের কথা খুঁজে নিন

   

মোরা আর জনমে হংস মিথুন ছিলাম

(সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা)কালকে বলা উচিত ছিল ।দূঃখিত একদিন পিছিয়ে পড়লাম।
================================
মূল পোষ্ট

মোরা আর জনমে হংস মিথুন ছিলাম
ছিলাম নদীর ওপারে।
যুগল রুপে এসেছি গো
আবার নদীর এপারে।

তুমি বললে হংস মিথুন
কি বুঝানো হচ্ছে ?
আসলে?
হু
জোড়া হাসের কোলাকোলি?
মিথুন মানি তো তাই?
নাকি?


তুমি আর কি জান?
হু নিশ্চিত নই ঠিক
মিথুন তো মিলন
দুইটা শরীর এক মন
দুই শরীর মিলে এক শরীর
যাতে আমাদের দুইটি মন।

তুমি হেসে ফেললে
আমার ব্যাখ্যা দেওয়ার
চেষ্টা দেখে।

বললে তোমার কাছে পেলে
সেই সত্যটা
তোমায় উপলব্দি
করাতে জানি।

(সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা)কালকে বলা উচিত ছিল ।দূঃখিত একদিন পিছিয়ে পড়লাম।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.