আমাদের কথা খুঁজে নিন

   

স্কয়ার হাসপাতালের পার্কিং



আমি এর আগে ঢাকা শহরে আর কোন হাসপাতালে এধরনের দেখিনি যে গাড়ী রাখতে টাকা দেওয়া লাগে। ঢাকার পান্থপথে অভিজাত হাসপাতাল স্কয়ার। যেখানে অভিজাত শ্রেনীর লোকেরাই বেশী চিকিৎসার জন্য যায়। যাদের চিকিৎসার জন্য লাখ লাখ টাকা ব্যয়ের সামর্থ আছে তারাই স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিতে পারে। আমি অবশ্য চিকিৎসার দিকে যাচ্ছি না।

কয়েক দিন আগে আমি আমার এক (রোগী) আত্মিয়কে দেখতে স্কয়ারে গেলাম। তাদের আন্ডারগ্রাউন্ড পার্কিং এ মোটরসাইকেল রাখতে গেলে আমার কাছে ১৫ টাকা দাবী করা হয়। আমি টাকা না দিয়ে মোটরসাইকেল নিয়ে বাইরে এসে রাস্তায় রেখে রোগি দেখে চলে এলাম। গাড়ী রাখার জন্য কত চার্জ তা অবশ্য আমি জিজ্ঞাসা করিনি। তবে হোন্ডা যেখানে ১৫টাকা গাড়ী সেখানে ৩০ এর কম হওয়ার কথা না।

স্কয়ার হাসপাতালের নিকটেই বসুন্ধরা সিটি মার্কেটে হোন্ডা রাখতে নেওয়া হয় পাঁচ টাকা। তাহলে স্কয়ার হাসপাতালে কেন ১৫ টাকা এর কোন জবাব আছে কী? আর একটি কথা হলো হাসপাতালে মানুষতো মার্কেট করতে কিংবা ঘুরতে আসে না। হাসপাতালে আসে হয় চিকিৎসা নিতে না হয় রোগী দেখতে। এছাড়া যারা হাসপাতালে আসে তারা ঔষধের মার্কেটিং করতে। সুতরাং সবাই হাসপাতাল রিলেটেড কাজেই আসে।

সেখানে উচ্চ মূল্যে পার্কিং চার্জ নেওয়া কতখানি যুক্তিযুক্ত আপনারাই বলেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.