আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগের গণজাগরন ও যৌথ সংগ্রাম পরিষদ

সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী। শাহবাগের এই গণজাগরনের নেতৃত্ব হাইজ্যাক হয়ে যাবার আলামতগুলো ক্রমশঃ মূর্ত হয়ে উঠছে ব'লে আমার শঙ্কা। যেমন ভাবে হাইজ্যাক হয়ে গিয়েছিল নব্বইয়ের গণঅভ্যূত্থান, আর আমরা মধ্যবিত্তরা "গণতন্ত্র পূণরুদ্ধারের" তৃপ্তিতে ঢেকুর তুলতে তুলতে যেমন বাড়ি ফিরে গিয়েছিলাম রাজপথের রক্ত মাড়িয়ে! নব্বইয়ের মতো কৃষক-শ্রমিক-পেশাজীবি-ছাত্র-জনতার সেই যৌথ সংগ্রাম পরিষদ গঠনের শর্তগুলো আবারও স্পষ্ট হবার পথে। কোন গণদাবীই অরাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে হাসিল হয় না, হতে পারে না। এটাই ঐতিহাসিক সত্য। আর তাই সময় এসেছে এই গণজাগরনকে 'যৌথ সংগ্রাম পরিষদের' মত একটি রাজনৈতিক নেতৃত্বে চালিত করার প্রস্তুতিগুলো দ্রুত সম্পন্ন করার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।