আমাদের কথা খুঁজে নিন

   

জীবন গীটার

কবিতার ছেলে।

তুমি কি দেখেছ কখনো জীবন গীটারের তারগুলো ছিঁড়ে যায় - আবার কিভাবে বেজে উঠে নতুন সুর পুরোটা পরিতৃপ্তির আগেই নিস্তেজ হয়ে পারে থাকে মেঝেতে, কখনো হয় রক্তাক্ত। আঙ্গুলে ফিরিঙ্গি বেয়ে বয়ে চলে লাল, রক্তকরবীকে রাঙ্গিয়ে রাখে চিরকাল, যেমন নীলিমায় আবৃত এ আকাশ। স্পর্শ করেছ কি সেই বই প্রচ্ছদে যার শুধুই কালো দু-চারটা বর্ণমালায় জীবনরীতির আভাস। কিছু কথা চিরকাল থাকে অব্যক্ত কিছু প্রশ্ন চিরকাল থাকে অমিমাংসিত। কিছু বেদনাক্রান্ত হৃদয় পারি জমায় দুর্গম লখ্যে বিতারিত করে সমাজের মগডালে গজে উঠা মানুষের অপ্রিয় সত্যগুলি। তবুও জীবনের বহুরুপি তার দিয়ে গড়ে তোলা যে গীটার- বেজে উঠে নন্দিত কন্ঠে। যে যন্ত্র মনে আনে যন্ত্রণা সে ঢালের আরালে রাখা যত সৃতি ধুয়ে মুছে নিঃশেষে এনে দেয় মুক্তির প্রেরণা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.